দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় একধাপ নেমে গেল বাংলাদেশ। শুধু তাই নয়, ভারতেরও সাহায্য করতে পারলেন না টাইগাররা। দক্ষিণ আফ্রিকা হেরে গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় দু'নম্বরে উঠে আসত ভারত। সেটা তো হল না। উলটে বাংলাদেশকে জিতে দু'নম্বর স্থান আরও মজবুত করলেন প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ২৭৪ রান তাড়া করতে নেমে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। তার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে। সেই ১২ পয়েন্টের সুবাদে ৪৮ এবং ৬৬.৬৬ শতাংশ পয়েন্ট পার্সেন্টেজ (পিসিটি) নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেন প্রোটিয়ারা।
যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিত বাংলাদেশ, তাহলে প্রোটিয়াদের পিসিটি ৫০ শতাংশ হয়ে যেত। সেক্ষেত্রে ৫৮.৩৩ শতাংশ পিসিটি দ্বিতীয় স্থানে (যে দুটি দল প্রথম স্থানে থাকবে, তারা ফাইনাল খেলবে) চলে আসত ভারত। তবে সেটা না হওয়ায় আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কোন দেশ কত নম্বরে আছে, তা দেখে নিন -
- শীর্ষ স্থানে আছে অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টে জয়-সহ অস্ট্রেলিয়ার ঝুলিতে আছে ৭২ পয়েন্ট। পয়েন্ট পার্সেন্টেজ (পিসিটি) ৭৫ শতাংশ।
- দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট জিতেছেন প্রোটিয়ারা। আপাতত দক্ষিণ আফ্রিকার পিসিটি ৬৬.৬৬ শতাংশ। পয়েন্ট ৪৮।
- তৃতীয় স্থানে আছে ভারত। ছ'টি টেস্টে জিতেছে টিম ইন্ডিয়া। ৭৭ পয়েন্ট আছে ভারতের ঝুলিতে। পিসিটি ৫৮.৩৩ শতাংশ। তিনটি পেনাল্টি ওভারের জন্য ভারতের পয়েন্ট কাটা গিয়েছে।
- পাকিস্তান আছে চতুর্থ স্থানে। তিনটি টেস্টে জয়-সহ পাকিস্তানের পয়েন্ট ৪৪। পিসিটি ৫২.৩৮।
- চারটি টেস্টে ৫০ শতাংশ পিসিটি আছে শ্রীলঙ্কা। ঝুলিতে আছে ২৪ পয়েন্ট। পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
- ষষ্ঠ স্থানে আছে নিউজিল্যান্ড। দুটি টেস্টে জয়-সহ ২৮ পয়েন্ট আছে কিউয়িদের দখলে। পিসিটি ৩৮.৮৮।
- ওয়েস্ট ইন্ডিজ আছে সপ্তম নম্বরে। পিসিটি ৩৮.৮৮ শতাংশ। দুটি টেস্টে জিতেছেন ক্যারিবিয়ানরা। পয়েন্ট হচ্ছে ৩০। দুটি পেনাল্টি ওভারের জন্য ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কাটা গিয়েছে।
- অষ্টম স্থানে নেমে গিয়েছে বাংলাদেশ। মাত্র একটি টেস্টে জয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট হল ১২। পিসিটি হল ২০ শতাংশ।
- একেবারে নীচে আছে ইংল্যান্ড। একটি মাত্র টেস্ট জিতেছেন জো রুটরা। হেরেছেন সাতটি ম্যাচে। ১০ টি পেনাল্টি ওভারের জন্য ইংল্যান্ডের পয়েন্ট এসে ঠেকেছে ১৮-তে। পিসিটি ১২.৫ শতাংশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।