বাংলা নিউজ > ময়দান > WTC Points Table: প্রথমবার দুইয়ে অজিরা, এবার ভারতের সঙ্গে ফাইনালের লড়াইয়ে লঙ্কা

WTC Points Table: প্রথমবার দুইয়ে অজিরা, এবার ভারতের সঙ্গে ফাইনালের লড়াইয়ে লঙ্কা

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের হিসেব বদলে দিল শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা বড় জয় ছিনিয়ে নিয়ে উঠে এল পয়েন্ট টেবলের তিনে। যার জেরে পাকিস্তান নেমে গেল চারে। পাঁচে নেমে গেল ভারত। এ দিকে অস্ট্রেলিয়া নামায় সবচেয়ে বেশি সুবিধে পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা। তারা উঠে এল এক নম্বরে।

এমনিতেই ইংল্যান্ডের কাছে এজবাস্টন টেস্টে হেরে ভারত চাপে পড়ে গিয়েছিল। তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এক ধাপ নেমে গিয়েছিল। এ বার শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া বাজে ভাবে এক ইনিংস এবং ৩৯ রানে হারায়, আবারও ধাক্কা খেল ভারত। আরও এক ধাপ নেমে গেলেন রোহিত শর্মারা। সঙ্গে অস্ট্রেলিয়াও এই মরশুমে প্রথম বার কোনও টেস্টে হেরে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে দুইয়ে নেমে গেল।

আরও পড়ুন: এলেন, দেখলেন, জয় করলেন- অভিষেক টেস্টেই ইতিহাস লঙ্কার নতুন জয়সূর্যের

আর শ্রীলঙ্কা বড় জয় ছিনিয়ে নিয়ে উঠে এল পয়েন্ট টেবলের তিনে। যার জেরে পাকিস্তান নেমে গেল চারে। এ দিকে অস্ট্রেলিয়া নামায় সবচেয়ে বেশি সুবিধে পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা। তারা উঠে এল এক নম্বরে।

ক্রমিক নম্বরদলটেস্টজয়হারড্রপয়েন্টপয়েন্টের শতকরা হার
১.দক্ষিণ আফ্রিকা৬০৭১.৪৩
২.অস্ট্রেলিয়া১০৮৪৭০,০০
৩.শ্রীলঙ্কা৫২৫৪.১৭
৪.পাকিস্তান৪৪৫২.৩৮
৫.ভারত১২৭৫৫২.০৮
৬.ওয়েস্ট ইন্ডিজ৫৪৫০.০০
৭.ইংল্যান্ড১৬৬৪৩৩.৩৩
৮.নিউজিল্যান্ড২৮২৫.৯৩
৯.বাংলাদেশ১০১৬১৩.৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপে আর ৬টি ম্যাচ বাকি রয়েছে ভারতের। তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪টি ও বাংলাদেশে গিয়ে ২টি টেস্ট খেলবে। ৬টি টেস্টই জিতলে ভারতের সংগৃহীত পয়েন্টের গড় দাঁড়াবে ৬৮.৯৮। তবে ফের কোনও টেস্ট হারলে রোহিতদের পয়েন্টের গড় দাঁড়াবে ৬৩.৪২। ভারত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলে অজিদের পয়েন্টের গড় আরও কমবে এবং সেক্ষত্রে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারে।

এ দিকে শ্রীলঙ্কার আবার পরের ২টি অ্যাওয়ে টেস্ট সিরিজ রয়েছে। নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে। এর মধ্য়ে একটি সিরিজ অন্তত লঙ্কা ব্রিগেডকে ক্লিন সুইপ করতে হবে। যেটা কিন্তু খুব সহজ হবে না শ্রীলঙ্কার কাছে।

বন্ধ করুন