বাংলা নিউজ > ময়দান > WTC Points Table: শ্রীলঙ্কাকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তিনে উঠল দক্ষিণ আফ্রিকা, ভারতের কোনও সুবিধা হল কি?

WTC Points Table: শ্রীলঙ্কাকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তিনে উঠল দক্ষিণ আফ্রিকা, ভারতের কোনও সুবিধা হল কি?

দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাল দক্ষিণ আফ্রিকা। ছবি- রয়টার্স।

ICC World Test Championship Points Table: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে লাফ দিল দক্ষিণ আফ্রিকা। দেখে নিন রদবদল হল কতটা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে জয় তুলে নেওয়ার সুবাদে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে দক্ষিণ আফ্রিকা। তারা পিছনে ফেলে দেয় শ্রীলঙ্কাকে। ১৫ ম্যাচে ৮টি জয়-সহ দক্ষিণ আফ্রিকার সংগ্রহে রয়েছে আপাতত ১০০ পয়েন্ট। তারা ৫৫.৫৬ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করেছে। আপাতত লিগ টেবিলে অস্ট্রেলিয়া ও ভারতের পিছনে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার সম্ভাবনা আছে কি:
টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত আর কোনও ম্যাচ বাকি নেই দক্ষিণ আফ্রিকার। ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে আমদাবাদ টেস্টে হেরেও যায়, তাহলেও তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করবে। তাই দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার কোনও সম্ভাবনা নেই।

শ্রীলঙ্কা পিছিয়ে গেলেও তারা কি লড়াই থেকে ছিটকে গেল:
শ্রীলঙ্কা আপাতত লিগ টেবিলের চতুর্থ স্থানে পিছলে গেলেও তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্ট জিতলে এবং ভারত আমদাবাদ টেস্টে হারলে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। উল্লেখ্য, ভারতকে ইন্দোর টেস্টে হারিয়ে অস্ট্রেলিয়া আগেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে।

আরও পড়ুন:- PSL 2023: ৩৬ বলে সেঞ্চুরি উসমানের, ধ্বংসাত্মক T20 ম্যাচে উঠল ৫১৫ রান, পাকিস্তান সুপার লিগে রেকর্ডের ছড়াছড়ি

দক্ষিণ আফ্রিকার জয়ে ভারতের কোনও সুবিধা হল কি:
দক্ষিণ আফ্রিকা আপাতত শ্রীলঙ্কাকে চার নম্বরে ছিটকে দিলেও তাতে ভারতের কোনও লাভ হয়নি। কেননা, টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা ভারতের প্রতিদ্বন্দ্বী নয়। ভারতের লড়াই শ্রীলঙ্কার সঙ্গে। শ্রীলঙ্কা নিউজিল্যান্ড সফরের কোনও টেস্ট ড্র করলে বা হারলে ভারতের লাভ। সেক্ষেত্রে রোহিতরা যদি আমবাদাদ টেস্ট হেরেও বসেন, তাহলেও তাঁদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা আটকাবে না।

আরও পড়ুন:- IND vs AUS: পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ৪০০০ টেস্ট রান কোহলির, আর কাদের রয়েছে এই কৃতিত্ব?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল:-

১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১৮, জয়-১১, হার-৩, ড্র-৪, পয়েন্ট-১৪৮, পয়েন্টের শতকরা হার- ৬৮.৫২।

২) ভারত: ম্যাচ-১৭, জয়-১০, হার-৫, ড্র-২, পয়েন্ট-১২৩, পয়েন্টের শতকরা হার- ৬০.২৯।

৩) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১৫, জয়-৮, হার-৬, ড্র-১, পয়েন্ট-১০০, পয়েন্টের শতকরা হার- ৫৫.৫৬।

৪) শ্রীলঙ্কা: ম্যাচ-১০, জয়-৫, হার-৪, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৫৩.৩৩।

৫) ইংল্যান্ড: ম্যাচ-২২, জয়-১০, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১২৪, পয়েন্টের শতকরা হার- ৪৬.৯৭।

৬) পাকিস্তান: ম্যাচ-১৪, জয়-৪, হার-৬, ড্র-৪, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৩৮.১০।

৭) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১৩, জয়-৪, হার-৭, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৩৪.৬২।

৮) নিউজিল্যান্ড: ম্যাচ-১১, জয়-২, হার-৬, ড্র-৩, পয়েন্ট-৩৬, পয়েন্টের শতকরা হার- ২৭.২৭।

৯) বাংলাদেশ: ম্যাচ-১২, জয়-১, হার-১০, ড্র-১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১১.১১।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন
Live Score