বাংলা নিউজ > ময়দান > দলে চলছে ‘Prima Donna Culture’ কোচ হতে না পেরে সৌরভ-রাহুলকে রামনের বিস্ফোরক চিঠি

দলে চলছে ‘Prima Donna Culture’ কোচ হতে না পেরে সৌরভ-রাহুলকে রামনের বিস্ফোরক চিঠি

ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ও বর্তমান কোচ (ছবি: গুগল)

সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের কাছে চিঠি পাঠালেন ভারতের মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লিউভি রামন। তিনি নিজের চিঠিতে কারোর নাম উল্লেখ না করেই ভারতীয় দলে চলতে থাকা প্রিমা ডোন্না কালচারকে বন্ধ করার কথা জানান রামন।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের কাছে চিঠি পাঠালেন ভারতের মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লিউভি রামন। একদিন আগেই তার জায়গায় ভারতীয় মহিলা দলের কোচ করে নিয়ে আসা হয়েছে রমেশ পাওয়ারকে। আর তারপরেই বিসিসিআই-এর সভাপতির কাছে মেল করলেন রামন। সেই চিঠিকে পাঠালেন রাহুল দ্রাবিড়ের কাছেও। কারণ রামন বিশ্বাস করেন ভারতীয় মহিলা দলকে উন্নতির শিখরে পৌঁছানোর রোড ম্যাপটা দ্রাবিড়ের হাত ধরেই হয়েছিল। তিনি নিজের চিঠিতে কারোর নাম উল্লেখ না করেই ভারতীয় দলে চলতে থাকা প্রিমা ডোন্না কালচারের কথা তোলেন।  রামান বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানান, ভারতীয় দলে চলতে থাকা প্রিমা ডোন্না কালচার এবার বন্ধ হওয়া দরকার। বোর্ডের কর্তাদের সেই দিকে নজর দিতে বলেছেন তিনি। সঙ্গে তিনি জানিয়েছেন, বোর্ড কর্তাদের সঙ্গে বসার জন্যও তিনি তৈরি।

এরপরেই যেন আগুনে ঘি পড়ে। রামনের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। 

এক)অনুশীলনের সময় মাঝেমাঝেই নিজেকে গুটিয়ে নিতেন তিনি। 

দুই) অনুশীলনে মনোযোগ দিতেন না। 

তিন) কোনও ক্রিকেটার ভাল খেললেও তাঁকে তারিফ করতেন না। 

এই অভিযোগ গুলো তোলা হয় প্রাক্তন কোচের বিরুদ্ধে। রামন অবশ্য এই বিষয়ে মুখ খোলেননি। তিনি কারোর নাম না করে শুধু বলেছেন, দলে প্রাইম ডোনা কালচার বন্ধ হওয়া উচিত। 

ডব্লিউভি রামনকে পক্ষে যারা দাঁড়িয়েছেন তারা বলছেন রামনকে সরিয়ে রমেশ পওয়ারকে মহিলা দলের কোচ করতেই চরম ডামাডোল শুরু হয়েছে। এরপরেই অনেক গুলো প্রশ্ন সামনে চলে আসছে।

এক) গত ২০ মার্চ ৭০ পূর্ণ হয়েছে ক্রিকেট পরামর্শদাতা কমিটির প্রধান মদন লালের। তাহলে কী করে তিনি কোচ নির্বাচন করলেন? লোধা আইন অনুযায়ী ৭০ বছরের বেশি বয়সীদের বোর্ডের কোনও পদে থাকা যাবে না। 

দুই) এতদিনে মাত্র তিনটি বৈঠকে হাজির ছিলেন সুলক্ষণা নায়েক। কোচ নির্বাচনের ব্যাপারে তিনি যেন দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে পওয়াকেই ফিরিয়ে আনবেন। আর সেটাই করা হল। 

তিন) মাত্র একটা খারাপ সিরিজের জন্য সরিয়ে দেওয়া হল রমনকে। শুধু তাই নয়, টি২০ বিশ্বকাপের ফাইনালে তোলার পরেও রমনকে নাকি জিজ্ঞাসা করা হয়, এই দল পাওয়ার তৈরি করে দিয়ে যাওয়ার পরেও কী করে সাফল্যের কৃতিত্ব তিনি নিচ্ছেন?

চার) সূত্রের খবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল নির্বাচন নিয়ে নাকি রমন এবং দল নির্বাচন কমিটির প্রধান নীতু ডেভিডের সঙ্গে মনোমালিন্য হয়েছিল। 

পাঁচ) বেঙ্গালুরুর ক্লাব ফ্যালকনের দুই ক্রিকেটার সি প্রতুষা এবং মণিকা পটেলকে দলে নেওয়া হয়। পরে জানা যায়, বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য শান্তা রঙ্গস্বামী ওই ক্লাবের সদস্য।

বন্ধ করুন