WWE-র জনপ্রিয় কুস্তিগির তথা হল অফ ফেমে নাম থাকা তারকা স্কট হল, ওরফে 'রেজার ব়্যামন' প্রয়াত হলেন ৬৩ বছর বয়সে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গিয়েছে। WWE মঙ্গলবার ঘোষণা করে জানায় যে একাধিকবার হার্ট অ্যাটাক হওয়ার পর স্কটকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি। স্কট হলের দীর্ঘদিনের বন্ধু এবং প্রাক্তন WWE তারকা কেভিন ন্যাশ ইনস্টাগ্রামে তাঁর মৃত্যুর খবর প্রথম দেন।
এরপর WWE-র তরফে একটি টুইট বার্তায় লেখা হয়, ‘WWE দুঃখিত যে দু'বারের WWE হল অফ ফেমার স্কট হল মারা গিয়েছেন। WWE স্কট হলের পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে।’ এরপরই টুইটারে স্কটের বিশ্বজোড়া ভক্তরা তাঁদের প্রিয় 'চিকো'-র মৃত্যুতে শোক প্রকাশ করতে থাকেন।
স্কট হল ১৯৯২ সালে WWE (সেই সময় WWF) তে যোগ দেন। তাঁর স্টেজ নেম ছিল রেজার ব়্যামন। তিনি সর্বশ্রেষ্ঠ আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন হিসাবে তাঁর স্থান নিশ্চিত করেন এবং শন মাইকেলসের সাথে ঐতিহাসিক প্রথম ল্যাডার ম্যাচের অংশ ছিলেন। প্রায় বছর পরে, রেসেলম্যানিয়া ১০-এ তাঁদের ম্যাচটি এখনও ইন্ডাস্ট্রিতে স্মরণীয় হয়ে আছে।
এরপর স্কট হল প্রতিদ্বন্দ্বী WCW (World Championship Wrestling)-এ যোগ দিতে WWE ত্যাগ করেন। পরে নিউ ওয়ার্ল্ড অর্ডার (NWO) গঠন করেন হাল্ক হোগান এবং ন্যাশ-এর সাথে। স্কট হল ২০০২ সালে WWE তে ফিরে আসেন এবং রেসেলম্যানিয়া-১৮-এ স্টোন কোল্ড স্টিভ অস্টিনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ২০১৪ সালে তাঁকে WWE হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। পরে ২০২০ সালে তাঁকে নিউ ওয়ার্ল্ড অর্ডারে সদস্য হিসেবে ফের অন্তর্ভুক্ত করা হয় হল অফ ফেম
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।