সারা বিশ্বজুড়ে বিরাট কোহলির অনুরাগীর সংখ্যা যে নেহাৎ কম নয়, সেটা জানতে বাকি নেই কারও। নিছক সাধারণ ক্রিকেটপ্রেমীরাই নন, কোহলির ভক্তদের তালিকায় রয়েছেন অন্যান্য খেলার তারকারাও। শুধু তারকা বললে কম বলা হবে। বরং অন্য মাঠের মহাতারকারাও সামিল এই তালিকায়।
হ্যারি কেন থেকে উসেইন বোল্ট, কোহলির নাম শোনা গিয়েছে বহু অ্যাথলিটের মুখে। তবে WWE-র সুপারস্টার জন সিনাও যে বিরাট কোহলির ভক্ত, সেটা হয়ত অনেকের জানা নেই। একদা ডব্লিউ ডব্লিউ ই তারকা নিজেই কোহলির প্রতি অনুরাগ প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
জন সিনা ২০১৯ সালের ৭ জুলাই ইনস্টাগ্রামে বিরাট কোহলির একটা ছবি পোস্ট করেছিলেন, সাম্প্রতিক সময়ে যেটা পুনরায় ঘোরাফেরা করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। আসলে জন সিনার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কোহলির ছবি দেখে উত্সাহের অন্ত নেই নেটিজেনদের।
ছবিতে কোহলি ছাড়াও উপস্থিত রয়েছেন রোহিত শর্মা, রবি শাস্ত্রীরা। যদিও জন সিনা ছবিটির ক্যাপসনে কোনও শব্দ ব্যবহার করেননি। তবে কোহলির তাঁর অনুরাগের জন্যই যে সোশ্যাল মিডিয়ায় ভারত অধিনায়কের ছবি পোস্ট করেছিলেন তিনি, সেটা বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।