বাংলা নিউজ > ময়দান > দিল্লির রঞ্জি টিমে যশ ধুল, স্বাদ পেতে চলেছেন লাল-বলের ক্রিকেটে, নাম নেই ইশান্তের

দিল্লির রঞ্জি টিমে যশ ধুল, স্বাদ পেতে চলেছেন লাল-বলের ক্রিকেটে, নাম নেই ইশান্তের

যশ ধুল।

জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে ধুল অনূর্ধ্ব-১৯ স্তরে ঘরোয়া লাল বল টুর্নামেন্টে খেলতে পারেননি। স্বাভাবিক ভাবেই ধুল ঘরোয়া ক্রিকেটে লাল-বলের ক্রিকেটের স্বাদ পেতে চলেছেন। একজন নির্বাচকের দাবি, ‘ওর আত্মবিশ্বাস অনেক বেশি। যদিও ও খুব বেশি লাল বলের ক্রিকেট খেলেনি, তবু আমরা চাই, ও প্রথম শ্রেণির ক্রিকেটে লাল-বলের স্বাদ পাক।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার উচ্ছ্বাস ভুলে এ বার রঞ্জিতে মন দিতে চান ভারতের যুব দলের অধিনায়ক যশ ধুল। বুধবার ১৭ ফেব্রুয়ারি রঞ্জি ট্রফি শুরু হতে চলেছে। আর সেই টুর্নামেন্টের জন্য দিল্লি যে রঞ্জির দল ঘোষণা করেছে, সেই দলে নাম রয়েছে যশ ধুলেরও। এ দিনে ভারতের সিনিয়র পেসার ইশান্ত শর্মা রঞ্জিতে খেলছেন না। যার ফলে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন বুধবার আমদাবাদে ধুলের নেতৃত্বাধীন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে বিসিসিআই-এর তরফে সংবর্ধিত করা হয়েছে।

জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে ধুল অনূর্ধ্ব-১৯ স্তরে ঘরোয়া লাল বল টুর্নামেন্টে খেলতে পারেননি। স্বাভাবিক ভাবেই ধুল ঘরোয়া ক্রিকেটে লাল-বলের ক্রিকেটের স্বাদ পেতে চলেছেন। একজন নির্বাচক পিটিআই-কে বলেছেন, ‘ওর আত্মবিশ্বাস অনেক বেশি। যদিও ও খুব বেশি লাল বলের ক্রিকেট ম্যাচ খেলেনি, তবু আমরা চাই, ও প্রথম শ্রেণির ক্রিকেটে লাল-বলের স্বাদ পাক।’

এ দিকে ভারতীয় দলে ইশান্ত শর্মার ভবিষ্যত অনিশ্চিত। স্বাভাবিক ভাবেই অভিজ্ঞ পেসার ডিডিসিএ সভাপতি রোহন জেটলির সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেন, তিনি রঞ্জি খেলবেন না। রঞ্জিতে দিল্লিকে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার প্রদীপ সাংওয়ান। 

গত সপ্তাহে বিশ্বকাপ জেতার পর বিশ্রামের সময় পাননি ধুল। যিনি পুরো দলের সঙ্গে মঙ্গলবার সকালে ভারতে ফিরেছেন। বুধবার আমদাবাদে ধুলদের সংবর্ধনা ছিল। সেখান থেকে বৃহস্পতিবার সকালে তাঁর নিজের শহর দিল্লিতে উড়ে যাবেন ধুল। আর পরের দিনই গুয়াহাটিতে রঞ্জি স্কোয়াডে যোগ দেবেন ধুল। তাঁকে বৃহস্পতিবার গুয়াহাটিতে পৌঁছে দলের বাকি সদস্যদের সঙ্গে পাঁচ দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে। ভারতের পেসার নভদীপ সাইনিও রয়েছেন দিল্লির রঞ্জি দলে। 

দিল্লির রঞ্জি স্কোয়াড: প্রদীপ সাংওয়ান, নীতিশ রানা, ধ্রুব শোরে, প্রিয়ংশ আর্য, যশ ধুল, ক্ষিতিজ শর্মা, জন্টি সিধু, হিম্মত সিং, ললিত যাদব, অনুজ রাওয়াত উইকে, লক্ষ থারেজা উইকে, নভদীপ সাইনি, সিমারজিৎ সিং, মায়াঙ্ক যাদব, বিকুলকাশ, কে মিশ্র, শিবাং বশিষ্ট, শিবম শর্মা। 

কোভিড রিজার্ভ: দেব লাকরা, হৃতিক শোকিন।

বন্ধ করুন