উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালের উভয় ইনিংসে সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকর, বিনোদ কাম্বলি, রোহিত শর্মা, ওয়াসিম জাফরদের মতো কিংবদন্তিদের সঙ্গে একাসনে বসে পড়লেন যশস্বী জসওয়াল। মুম্বইয়ের হয়ে কোনও রঞ্জি ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরির করার এলিট লিস্টে জায়গা করে নেন তিনি।
সার্বিকভাবে মুম্বইয়ের নবম ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করেন যশস্বী। তাঁর আগে এমন নজির গড়েছেন আরও আটজন। ১৯৩৫-৩৬ মরশুমে মুম্বইয়ের হয়ে প্রথমবার এমন কৃতিত্ব দেখান এসএম কাদরি। তিনি ওয়েস্টার্ন ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০৫ ও দ্বিতীয় ইনিংসে ১১৪ রান করেন।
মুম্বইয়ের শেষ ব্যাটসম্যান হিসেবে রঞ্জি ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব দেখান জাফর। তিনি ২০১০-১১ মরশুমে সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০৩ রান করেন।
আরও পড়ুন:- Ranji Trophy Semi Day 4 Live-কার্তিকেয় কাঁটায় বিদ্ধ বাংলা, একা লড়ছেন অভিমন্যু
মুম্বইয়ের হয়ে রঞ্জি ম্যাচের দুই ইনিংসে শতরানকারীরা:-
যশস্বী এই নিয়ে মোট তিনটি প্রথম শ্রেণীর ম্যাচে মাঠে নামেন। ২০১৯ সালে ওয়াংখেড়েতে ছত্তিশগড়ের বিরুদ্ধে ফার্স্ট ক্লাস ক্রিকেটে হাতেখড়ি হয় তাঁর। সেই একটি ম্যাচের পরে আর মুম্বইয়ের জার্সিতে লাল বলের ক্রিকেটে মাঠে নামতে দেখা যায়নি তাঁকে।
অবশেষে এবার রঞ্জির কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইলাল খেলতে নেমে পরপর ৩টি সেঞ্চুরি করলেন জসওয়াল। উল্লেখ্য, উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনালের দুই ইনিংসে শতরনা করার আগে উত্তরাখণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।