শুভব্রত মুখার্জি: চলতি বছরের গোড়ার দিকে মার্চ মাসেই ক্রিকেট বিশ্ব হারিয়েছিল তার ইতিহাসে অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নকে। টেস্ট ক্রিকেটে ওয়ার্ন প্রখ্যাত হয়েছিলেন তার 'বল অফ দি সেঞ্চুরির' মধ্যে দিয়ে। প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার মাইক গ্যাটিংকে লেগে বল করে স্পিন করিয়ে উড়িয়ে দিয়েছিলেন অফ স্ট্যাম্পের বেলকে। আজ প্রায় তিন দশক বাদে ওয়ানের সেই স্মৃতি যেন উস্কে দিলেন পাক লেগ স্পিনার ইয়াসির শাহ। গল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে কুশল মেন্ডিসকে প্রায় একরকমের বলে আউট করে প্যাভিলিয়ানে ফেরত পাঠালেন তিনি।
গল টেস্টে কিছুটা ব্যাকফুটেই রয়েছে পাকিস্তান। সেখানেই ইয়াসির শাহর বলে ৩০ বছর আগেই স্মৃতি হঠাৎ ফিরে এল ২২ গজে। শেন ওয়ার্নের 'বল অফ দি সেঞ্চুরি' যেন এবার ধরা দিল পাকিস্তানের ইয়াসির শাহের বলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনই কুশল মেন্ডসের বিরুদ্ধে সেই ৩০ বছরের পুরনো ওয়ার্নের বিখ্যাত ডেলিভারির ঝলক দেখা গেল ইয়াসির শাহের বোলিংয়ে।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করে দেয় পাকিস্তান বোলাররা। তবে তাদের ব্যাটাররাও কিন্তু শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। ২১৮ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। চার রানের লিড নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে নেমেছিল শ্রীলঙ্কা। দিনের শেষে শ্রীলঙ্কা ৯ উইকেট হারালেও, পাকিস্তান খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। ৩৩৩ রানের লিডে রয়েছে শ্রীলঙ্কার।
প্রথম ইনিংসে আবিদুল কাদিরের রেকর্ড ভেঙেছিলেন ইয়াসির শাহ। ১৯৯০ সালের অ্যাশেজে ইংল্যান্ডের গ্যাটিংয়ের বিরুদ্ধে 'বল অফ দি সেঞ্চুরি' করে সকলকে চমকে দিয়েছিলেন শেন ওয়ার্ন। আউট সাইড লেগ স্টাম্পে বল ফেলে সেই বল স্পিন করে অফ স্টাম্প উড়িয়ে দিয়েছিলেন তিনি। ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত একরকম বলে মেন্ডিসকে আউট করলেন শাহ।
কুশল মেন্ডিস তখন ৭৬ রানে ক্রিজে দাঁড়িয়ে। সেই সময়ই বোলিং করতে আসেন ইয়াসির শাহ। আউট সাইড লেগে বল ফেলে স্পিন করিয়ে মেন্ডিসের অফস্টাম্প উড়িয়ে দেন শাহ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ইতিমধ্যেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।