বিসিসিআইয়ের সিনিয়র ওমেনস চ্যালেঞ্জার ট্রফিতে চ্যাম্পিয়ন হল স্নেহ রানার ইন্ডিয়া-এ টিম। ফাইনালে তারা পরাজিত করে পূজা বস্ত্রকারের নেতৃত্বাধীন ইন্ডিয়া-ডি দলকে।
খেতাবি লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইন্ডিয়া-ডি দল। নির্ধারিত ৫০ ওভারে তারা ৮ উইকেটের বিনিময়ে ২১৯ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করে নট-আউট থাকেন অমনজ্যোৎ কউর। ৭৪ বলের ইনিংসে তিনি ৬টি বাউন্ডারি মারেন।
এছাড়া মেঘনা ৪৫, ইন্দ্রানী ২৬, দিব্যা ১৩, আয়ূশী ১৫, কণিকা ১৬, জেমস ১৬ রান করেন। ক্যাপ্টেন পূজা ৭ রান করে সাজঘরে ফেরেন। সাইকা ইসাক খাতা খুলতে পারেননি। ৩টি উইকেট নেন কাসাত। স্নেহ রানা ১০ ওভারে ৪৫ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি।
পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়া-এ দল ৪৫.৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২২৪ রান তুলে ম্যাচ জিতে যায়। যস্তিকা ভাটিয়া ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন। ১০২ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ঝাঁসি লক্ষ্মী ৬৪ রান করেন। রানা ১ রান করে আউট হন। রাজেশ্বরী ৪টি উইকেট নেন। উইকেট পাননি পূজা। ৩ উইকেটে ম্যাচ জিতে চ্যালেঞ্জার ট্রফির খেতাব ঘরে তোলে ইন্ডিয়া-এ টিম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।