বাংলা নিউজ > ময়দান > ফিরে দেখা ২০২১: IPL-এর সেরা তিনটি মজাদার মুহূর্ত, দেখুন ভিডিয়ো

ফিরে দেখা ২০২১: IPL-এর সেরা তিনটি মজাদার মুহূর্ত, দেখুন ভিডিয়ো

বিরাট কোহলির ভাইরাল অভিব্যক্তি। ছবি- টুইটার।

আইপিএল ২০২১-এ বেশ কিছু মজাদার মুহূর্তের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। তেমনই সেরা কিছু মুহূর্তে ফিরে তাকানো যাক।

আইপিএলে শুধু ব্যাট-বলের উত্তেজক লড়াই উপভোগ করেন ক্রিকেটপ্রেমীরা, তেমনটা নয় মোটেও। বরং ইন্ডিয়ান প্রিমিয়র লিগে বিনোদনের অভাব হয় না কখনও। ২০২১-এর আইপিএলেও বহু মজাদার ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। দেখে নেওয়া যাক তেমনই কিছু হাস্যকর ঘটনা।

বিরাট কোহলির ভাইরাল অভিব্যক্তি: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে একটি এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউয়ে বাতিল হওয়ার পর আরসিবি অধিনায়ক বিরাট কোহলির যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, তা রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা মিম হিসেবে ব্যবহার করতে শুরু করে কোহলির এমন অভিব্যক্তির ছবিটিকে।

আসলে আমদাবাদে ওয়াশিংটন সুন্দরের বলে ঋষভ পন্তকে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউয়ে তা বাতিল হয়। তার পরেই কোহলির অভিব্যক্তিতে ফুটে ওঠে চূড়ান্ত অবিশ্বাস, যা রীতিমতো হাস্যকর মনে হয় অনুরাগীদের।

পৃথ্বী শ'র প্যান্টের ভিতর উঁকি দেওয়া: পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে রিলি মেরেডিথের বল পৃথ্বী শ'র বক্সে লাগার পর যন্ত্রণায় পিচে শুয়ে পড়েন দিল্লি ওপেনার। পরে উঠে বসে তাঁকে ট্রাউজারের ভিতর উঁকি দিতে দেখা যায়। সেই মুহূর্তে রীতিমতো হাসির রোল ওঠে মাঠে। পৃথ্বী নিজেও হেসে ফেলেন সেই সময়।

টসের কয়েন স্যামসনের পকেটে পুরে নেওয়া: পঞ্জাব কিংসের বিরুদ্ধে ক্যাপ্টেন হিসেবে আত্মপ্রকাশ ম্যাচে রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন টস জেতেন। ক্যাপ্টেন হিসেবে প্রথম আইপিএল ম্যাচের স্মারক হিসেবেই সম্ভবত স্যামসন টস জেতার পর কয়েনটি তুলে নিজের পকেটে পুরে নেন। ম্যাচ রেফারি কয়েনটি তুলে নিতে যাওয়ার সময় স্যামসন সেটিকে নিজের পকেটে লুকিয়ে ফেলেন, যা নিতান্ত মজাদার মনে হয় ক্রিকেটপ্রেমীদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন