২০২১ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় বাকিদের ধরাছোঁয়ার বাইরে মহম্মদ রিজওয়ান। তালিকায় রয়েছেন আরও এক পাক তারকা। নেই কোনও ভারতীয় ক্রিকেটার। দেখুন সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন কারা।
1/5মহম্মদ রিজওয়ান: ২০২১ সালে ২৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ২৬টি ইনিংসে ৭৩.৬৬ গড়ে সব থেকে বেশি ১৩২৬ রান সংগ্রহ করেছেন মহম্মদ রিজওয়ান। তিনি সেঞ্চুরি করেছেন ১টি। হাফ-সেঞ্চুরি করেছেন ১২টি।
2/5বাবর আজম: ২০২১ সালে ২৯টি ম্যাচের ২৬টি আন্তর্জাতিক টি-২০ ইনিংসে ৩৭.৫৬ গড়ে ৯৩৯ রান সংগ্রহ করেছেন বাবর। তিনি ১টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরি করেছেন। সারা বছরে সবথেকে বেশি আন্তর্জাতিক টি-২০ রান সংগ্রহকারীদের তালিকায় বাবর আজম রয়েছেন দু'নম্বরে।
3/5মার্টিন গাপ্তিল: ২০২১ সালে ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ১৮টি ইনিংসে মার্টিন গাপ্তিল ৩৭.৬৬ গড়ে তৃতীয় সর্বোচ্চ ৬৭৮ রান সংগ্রহ করেছেন। তিনি কোনও সেঞ্চুরি করেননি। তবে ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন।
4/5মিচেল মার্শ: অজি অল-রাউন্ডার ২০২১ সালে ২১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ২০টি ইনিংসে ৩৬.৮৮ গড়ে ৬২৭ রান সংগ্রহ করেছেন। সার্বিক তালিকার চার নম্বরে আছেন মার্শ। তিনি ৬টি হাফ-সেঞ্চুরি করেছেন। কোনও শতরান করতে পারেননি।
5/5জোস বাটলার: ব্রিটিশ উইকেটকিপার-ব্যাটসম্যান ২০২১ সালে ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ১৪টি ইনিংসে ৬৫.৪৪ গড়ে ৫৮৯ রান সংগ্রহ করেছেন। তিনি বছরে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ রান সংগ্রহকারীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। সারা বছরে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন বাটলার।