বাংলা নিউজ > ময়দান > সাইমন্ডসের সঙ্গে খেলতে অদ্ভূত নিরাপত্তা বোধ করতেন ওয়াটসন

সাইমন্ডসের সঙ্গে খেলতে অদ্ভূত নিরাপত্তা বোধ করতেন ওয়াটসন

পুরনো অ্যালবাম থেকে: শেন ওয়াটসন এবং অ্যান্ড্রু সাইমন্ডস।

অস্ট্রেলিয়ার সিনিয়র দল হোক কিংবা ঘরোয়া ক্রিকেট সাইমন্ডসের দীর্ঘ দিনের সতীর্থ ছিলেন শেন ওয়াটসন। আদরের 'সিমোর' প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে ওয়াটসনের মন্তব্য, একসঙ্গে দলে থাকলে তিনি 'নিচ্ছিদ্র নিরাপত্তা' অনুভব করতেন।

শুভব্রত মুখার্জি

অস্ট্রেলিয়ার ক্রিকেট শুধু নয়, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। সম্প্রতি পথ দুর্ঘটনায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রসঙ্গত মার্চ মাসেই অস্ট্রেলিয়া তাদের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি শেন ওয়ার্নকে হারিয়েছে।

অস্ট্রেলিয়ার সিনিয়র দল হোক কিংবা ঘরোয়া ক্রিকেট সাইমন্ডসের দীর্ঘ দিনের সতীর্থ ছিলেন শেন ওয়াটসন। আদরের 'সিমোর' প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে ওয়াটসনের মন্তব্য, একসঙ্গে দলে থাকলে তিনি 'নিচ্ছিদ্র নিরাপত্তা' অনুভব করতেন।

আরও পড়ুন: ‘কত গল্প শেয়ার করেছি’, মাঙ্কিগেট কাণ্ড ভুলে সাইমন্ডসের প্রয়াণে শোকস্তব্ধ ভাজ্জি

আইসিসির রিভিউ অনুষ্ঠানে ওয়াটসন বলেন, 'যখন একই দলে আমি সাইমন্ডসের সঙ্গে খেলতাম তখন নিচ্ছিদ্র নিরাপত্তা অনুভব করতাম। দলে ওকে পাশে পেলে একটা বিষয় নিশ্চিত থাকতাম, যতটা খারাপ সময় যাক না কেন, ওকে সব সময় পাশে পাব। ওর সঙ্গে ব্যাটিং করাটা তো খুব স্পেশ্যাল ছিল।'

তিনি আর ও যোগ করেন, 'ও (সাইমন্ডস) যে আমাদের মধ্যে আর নেই সেই বিষয়টাই খুব বেদনাদায়ক। আমি অনেক সময়তেই পুরনো ফুটেজ দেখি। শেষ কয়েক সপ্তাহ তা আমি বেশি করে দেখেছি। ও দারুণ ছিল, অসাধারণ ছিল। আমার পাওয়া অন্যতম সেরা টিমমেট। ওর পরিবারের পাশে আমরা সব সময় থাকার চেষ্টা করব। যে ভাবে ও ওর পরিবারের পাশে থাকার চেষ্টা করত। যে ভাবে ও খেলত, অনেক সময়তেই ও ভিভ রিচার্ডসকে মনে করিয়ে দিত। ওর ব্যাটিংয়ের পাশাপাশি ও স্পিন-পেস বোলিংটাও করতে পারত। ওর সময়কার অন্যতম সেরা ফিল্ডার ছিল ও।'

বন্ধ করুন