
‘সমর্থকদের আবেগে জড়িয়ে থাকা গ্রহের অন্যতম সেরা ক্লাব’ মোহনবাগানকে কুর্নিশ জানাল FIFA
১ মিনিটে পড়ুন . Updated: 29 Jul 2020, 11:57 PM IST- নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারের বিলবোর্ডে ইতিমধ্যেই শোভা পেয়েছে মোহনবাগানের অমর একাদশ।
মোহনবাগানের মুকুটে যোগ হল নতুন পালক। নিউ ইয়র্ক সিটির ঐতিহ্যশালী টাইমস স্কোয়ারের বিলবোর্ড ইতিমধ্যেই সম্মান জানিয়েছে মোহনবাগানের অমর একাদশকে। বিলবোর্ডে মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে ভারতের শতাব্দী প্রাচীন ক্লাবকে। এবার ফিফার কাছ থেকে অভূতপূর্ব স্বীকৃতি পেল মোহনবাগান।
ঐতিহ্যের সবুজ-মেরুন শিবিরকে মোহনবাগান দিবসের শুভেচ্ছায় সমর্থকদের আবেগে জড়িয়ে থাকা গ্রহের অন্যতম সেরা ক্লাব হিসেবে তুলে ধরল ফুটবলের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা।
টাইমস স্কোয়ারের বিলবোর্ডে মোহনবাগানের প্রতীক ফুটে ওঠা ছবি ফিফা টুইটারে পোস্ট করে। ক্যাপশনে লেখে, ‘যখন তুমি নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে গগনচুূম্বি ঐতিহ্য ও উজ্জ্বল সৌন্দর্য্যের একটি বিলবোর্ড তৈরি কর, তখন জানবে, তুমি শুধুমাত্র একটি ক্লাবের থেকেও বেশি কিছুতে পরিণত হয়েছ। এই গ্রহের অন্যমত সেরা আন্তরিত-সমর্থিত ক্লাবকে মোহনবাগান দিবসের শুভেচ্ছা।’
সন্দেহ নেই ফিফার কাছ থেকে এমন প্রশংসা মোহনবাগানের গৌরব আরও বাড়িয়ে তুলবে ফুটবল বিশ্বে। এবিষয়েও কোনও সন্দেহ নেই যে, মোহনবাগানকে ফিফার এই স্বীকৃতি মেরিনার্সদের কোটি কোটি সমর্থকের জন্যই।