বাংলা নিউজ > ময়দান > কৃতজ্ঞ থাকা উচিত টি-২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছ: হার্দিকের নির্বাচন প্রসঙ্গে বিরাটের ছোটবেলার কোচ

কৃতজ্ঞ থাকা উচিত টি-২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছ: হার্দিকের নির্বাচন প্রসঙ্গে বিরাটের ছোটবেলার কোচ

হার্দিক পান্ডিয়া (REUTERS)

বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা মনে করেন বিশ্বকাপের ওই দলে সুযোগ পাওয়ার জন্য হার্দিকের কৃতজ্ঞ থাকা উচিত

শুভব্রত মুখার্জি: আমীরশাহিতে টি-২০ বিশ্বকাপে দল হিসেবে ভারতের পারফরম্যান্স ছিল অত্যন্ত খারাপ।‌ ফলস্বরুপ সুপার-১২ পর্যায় থেকেই ছিটকে যেতে হয়েছিল তাদের। গ্রুপের দুই টেস্ট খেলিয়ে দেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুই দলের কাছেই তাদের হারের সম্মুখীন হতে হয়েছিল। ভারতের এই হতাশাজনক পারফরম্যান্সের পিছনে যে কয়েকটি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তার একটি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ব্যাট এবং বল হাতে গোটা টুর্নামেন্টে ব্যর্থতা। তৎকালীন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা মনে করেন বিশ্বকাপের ওই দলে সুযোগ পাওয়ার জন্য হার্দিকের কৃতজ্ঞ থাকা উচিত।

প্রসঙ্গত টি-২০ বিশ্বকাপে মাত্র ৪ ওভার সাকুল্যে বোলিং করেছিলেন তিনি। হার্দিক পান্ডিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিশ্বকাপের দলে তাকে শুধুমাত্র ব্যাটার হিসেবেই নেওয়া হয়েছিল। তার পিঠে চোট থাকার কারণে তার বোলিং করার কোন কথাই ছিল না। পান্ডিয়া আর ও জানিয়েছেন তিনি কার্যত জোর করেই বোলিং করেছিলেন। যদিও কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি।

এক ইউটিউব চ্যানেলে এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন হার্দিকের মন্তব্য অত্যন্ত 'অপরিণত'। তিনি বলেন 'নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট ২০২১টি-২০ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে খুব বেশি সাপোর্ট করেছিল। তারপরেও ও (হার্দিক) যেভাবে মিডিয়ার সামনে এসেছে, যে মন্তব্য করেছে তা অত্যন্ত অপরিপক্কতার নামান্তর। ওর তো কৃতজ্ঞ থাকা উচিত যে দলে নির্বাচকরা ওকে সুযোগ দিয়েছে। তোমার ফিটনেস নিয়ে এতবড় প্রশ্ন থাকার পরেও যে তোমাকে সুযোগটা দেওয়া হয়েছে তারপরেও এই মন্তব্য অত্যন্ত 'অপরিণত'।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন