বাংলা নিউজ > ময়দান > ‘তুমিই ছিলে অনুপ্রেরণা’, গুরু ওয়ার্নের প্রয়াণে শোকস্তব্ধ ভারতের তিন স্পিনার

‘তুমিই ছিলে অনুপ্রেরণা’, গুরু ওয়ার্নের প্রয়াণে শোকস্তব্ধ ভারতের তিন স্পিনার

শেন ওয়ার্ন।

ভারতের তিন স্পিনার হরভজন সিং, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব গভীর শোক প্রকাশ করেছেন।

কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব। মাত্র ৫২ বছর বয়সেই ওয়ার্নের এমন পরিণতি বিশ্বাস করতে পারছেন না কেউই। ভারতের তিন স্পিনার হরভজন সিং, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব গভীর শোক প্রকাশ করেছেন।

ভাজ্জি যেমন টুইটে লিখেছেন, ‘না….. বিশ্বাসই করতে পারছি না, তুমি আর নেই শেন ওয়ার্ন.. রিপ মাই হিরো.. বিশ্বাস করতেও চাইছি না.. একেবারে বিধ্বস্ত লাগছে’। যুজবেন্দ্র চাহাল আবার লিখেছেন, ‘এটা লেখার সময়ে আমার হাত কাঁপছে, টের পাচ্ছি। লেগ স্পিন বোলিং বেছে নেওয়ার পিছনের আসল কারণ হলে তুমি। ছোটবেলা থেকেই আমার অনুপ্রেরণা আমার আইডল। রিপ লেজেন্ড..’ কুলদীপ যাদব আবার লিখেছেন, ‘এটা মেনে নেওয়া কঠিন যে তুমি চলে গিয়েছো, ওয়ার্নি। আমি হতবাক হয়ে গিয়েছি। অসাড় লাগছে। এটি একটি ব্যক্তিগত ক্ষতি বলে মনে হচ্ছে। তুমি আমার আইডল এবং স্পিন বোলিং করার অনুপ্রেরণা। বল হাতে তুমি একজন শিল্পী ছিল’।

তাঁর মৃত্যুসংবাদে হতবাক গোটা বিশ্ব। চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট জগতের তারকা শেন ওয়ার্নের। বয়স হয়েছিল ৫২।

১৯৯২ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয় ওয়ার্নের। ১৫ বছরের ক্রিকেটজীবনে মোট ১৯৪ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নিয়েছেন ২৯৩ উইকেট। 

১৯৯৩ সালের অ্যাশেজে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে যে বলে বোল্ড করেছিলেন সেটা শতবর্ষের সেরা ডেলিভারি হিসেবে খ্যাত। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন প্রয়াত অজি স্পিনার। পাঁচবার অ্যাশেজ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়ার্ন। 

বেশ কয়েকবার উইজডেনের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। বিশ্বক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা স্পিনারদের মধ্যে অন্যতম তিনি। টেস্ট এবং একদিনের ক্রিকেট সমান দাপটের সঙ্গে খেলেছেন। 

ক্রিকেটের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও ছিল বর্ণময়। একটা ফ্লাম্বয়েন্ট ইমেজ ছিল ওয়ার্নের। মজার ছলে অস্ট্রেলিয়া ক্রিকেটের 'ব্যাড বয়' বলে ডাকা হত তাঁকে। অবসরের পরেও ধারাভাষ্যকার হিসেবে তিনি যুক্ত ছিলেন ক্রিকেটের সঙ্গে। ওয়ার্নের আকস্মিক মৃত্যু যেন বড় ধাক্কা ক্রিকেট মহলের কাছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.