
ঋষভ পন্তের হোটেলের ঘরের অবস্থা দেখলে চমকে উঠবেন!
১ মিনিটে পড়ুন . Updated: 12 Jan 2021, 10:56 PM IST- সিডনিতে একেবারে অগোছালো করে রেখেছিলেন ঘর।
পঞ্চম দিনের উইকেট। জিততে গেলে করতে হবে আরও ৩০৯ রান। ড্র করতে গেলেও ব্যাট করতে হবে বহু ওভার। বাম হাতের বুড়ো আঙুলের হাড়টি সরে গিয়ে রবীন্দ্র জাদেজা ব্যাট করতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা। খেলতে নেমেই মাত্র চার বলের মাথায় আউট অধিনায়ক রাহানে। এই অবস্থায় ভারতীয় দল বা ভারতীয় সমর্থকরা যখন হারের প্রমাদ গুনছেন তখনই ২২ গজে পন্তের কাউন্টার অ্যাটাকিং ব্যাটিংয়ে দিশাহারা হয়ে পড়ে অজি বোলাররা।
ওই ইনিংসটা না খেলা হলে ভারত হয়ত ঘুরে দাঁড়ানোর লড়াইটাই লড়তে পারত না। একটা সময় ভারতীয় সমর্থকদের মনে হয়েছিল পন্ত থাকলে ম্যাচটা জিতেও যেতে পারতেন তাঁরা । ম্যাচ শেষের ঠিক পরের দিন ভারতীয় স্টার উইকেট কিপার ব্যাটসম্যানের ঘরের ছবি প্রকাশ্যে এল।
ব্যাটিংয়ের সময় গোছালো ঋষভ ব্যক্তি জীবনে অনেকটাই 'অগোছালো'। ছবিতে দেখা যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামাকাপড়। ‘কিংবদন্তি ঋষভ পন্তের ঘর’ এই ক্যাপশন দিয়ে ছবিটি শেয়ার করেন ভারতীয় সহ অধিনায়ক।
তবে সিডনিতে এরকম অগোছালো ঘর রাখতে পারলেও ব্রিসবেনে হয়তো সেই কাজটি করবেন না ঋষভ পন্ত। তার কারণ করোনা নিয়ে কড়াকড়ির জেরে হাইজ হেল্পও দেয়নি হোটেল কর্তৃপক্ষ। সবকিছু নিজেকেই গুছিয়ে রাখতে হচ্ছে। ফলে অগোছালো ঋষভও সম্ভবত হবেন একটু সংযমী।