শুভব্রত মুখার্জি: দীর্ঘ রান আপ, আগুনঝরা গতিতে বিপক্ষের ঘুম উড়িয়ে দিতেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। ভক্তরা তার নাম দিয়েছিল 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। বিশ্ব জুড়ে তার একাধিক গুণমুগ্ধ ভক্ত এখনও রয়েছে। তবে ২২ গজে ফের এক শোয়েব কি ফিরে এলেন তার ভক্তদের কথা ভেবে! একঝলক দেখে তেমনটাই মনে হয়েছিল। ২২ গজে শোয়েবের অনুকরণে বোলিং করে তাক লাগিয়ে দিলেন ইমরান মহম্মদ।
বল হাতে অবিকল শোয়েবের মতো রান আপ। তার মতো হাবভাব মাঠে। দূর থেকে দেখলে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' ভেবে ভুল হবে। বিশ্বের সেরা প্লেয়ারকে নকল করার স্বাভাবিক প্রবণতা দেখা যায় পরবর্তী জেনারেশনের মধ্যেও। সচিনের স্ট্রেট ড্রাইভ, ওয়ার্নের বোলিং অ্যাকশনের অবিকল নকল এর আগেও আমরা দেখেছি। এবার সেই তালিকায় যুক্ত হল শোয়েব আখতারের নাম।
সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এক নবীন পেসার কীভাবে অবিকল অনুকরণ করেছেন শোয়েবের বোলিং অ্যাকশন সহ তার ভাব-ভঙ্গিমার। ঘটনা ওমানের ডি২০ লিগের। সেখানে ম্যাচ হচ্ছিল আজাইবা একাদশ বনাম ডারসাইট টাইটান্সের। সেই ম্যাচেই ইমরান মহম্মদকে এরকম ভঙ্গিমায় দেখা গেল। টিভির পর্দায় একঝলক দেখে মনে হবে যেন দীর্ঘদিন পরে মাঠে ফিরে বোলিং করছেন শোয়েব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।