শুভব্রত মুখার্জি: বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেনের মূলপর্বে যুকি ভামব্রি খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নন। সেই লক্ষ্যেই কোয়ালিফায়ারের লড়াই চালাচ্ছেন তিনি। আর কোয়ালিফায়ারেই চমক দিয়ে দিলেন তিনি। প্রথম রাউন্ডেই হারিয়ে দিলেন ৯বম বাছাইকে। রাডু অ্যালবটকে হারিয়ে চলে গেলেন কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডে।
আরও পড়ুন: নেটে কোহলির প্রস্তুতির বহর দেখে চমকে গিয়েছিলাম- সরল স্বীকারোক্তি আফগান তারকার
এদিন অনবদ্য ফর্মে ধরা দিলেন যুকি। এদিন তার কোর্ট কভারেজ ছিল দেখার মতো। এপ্রান্ত থেকে ওই প্রান্তে কার্যত দৌড় করিয়ে মারলেন রাডু অ্যালবটকে। বর্তমানে এটিপি রাঙ্কিংয়ে ১০৭ নম্বরে রয়েছেন রাডু। অন্যদিকে ভারতের যুকি ভামব্রি রয়েছেন ৫৫২ নম্বরে। শুধুমাত্র বর্তমান রাঙ্কিংয়ের ফারাক দেখেই বোঝা যাচ্ছে কত বড় একটা জয় তুলে নিয়েছেন যুকি। আরও উল্লেখযোগ্য বিষয় হল এই রাডু অ্যালবট একটা সময়ে এটিপি রাঙ্কিংয়ের ছিলেন ৩৯ নম্বরে। তার বিরুদ্ধে যুকির পক্ষে ম্যাচের ফল ৭-৬ (৪), ৬-৪।
উল্লেখ্য ইউএস ওপেনের মূলপর্বে যাওয়ার জন্য এবারের কোয়ালিফায়ারে ছিলেন তিন ভারতীয় ক্রীড়াবিদ। সুমিত নাগাল ইতিমধ্যেই হেরে ছিটকে গিয়েছেন। যুকি চলে গিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। আর প্রথম রাউন্ডের ম্যাচ রয়েছে রামকুমার রামানাথানেরও। এই বছরেই চোট সারিয়ে কোর্টে ফিরেছেন যুকি। জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ালিফায়ার্সেও বেশ ভালো খেলেছিলেন তিনি। ২০১৮ সালের ইউএস ওপেনের মূলপর্বে খেলেছিলেন যুকি। এরপর গুরতর চোটের সমস্যায় পড়েন তিনি। হাঁটুর চোট এতটাই গুরুতর হয় যে তাকে দীর্ঘ সময় কোর্টের বাইরে থাকতে হয়েছিল।