বাংলা নিউজ > ময়দান > Pathan-Johnson Fight Viral Video: লেজেন্ডস লিগে বিশ্রী কাণ্ড, ইউসুফ পাঠানকে ধাক্কা মিচেল জনসনের! হতে পারেন নিষিদ্ধ

Pathan-Johnson Fight Viral Video: লেজেন্ডস লিগে বিশ্রী কাণ্ড, ইউসুফ পাঠানকে ধাক্কা মিচেল জনসনের! হতে পারেন নিষিদ্ধ

লেজেন্ডল লিগে পাঠান বনাম মিচেল জনসন। (ছবি - টুইটার)

রবিবার মাঝ মাঠে ইউসুফ পাঠান এবং মিচেল জনসনের বিশ্রী ঝগড়া প্রত্যক্ষ করল জয়পুর। দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো…

২ অক্টোবর লেজেন্ডস লিগ ক্রিকেটের কোয়ালিফআয়ার ম্যাচ চলাকালীন ভিলওয়ারা কিংসের অলরাউন্ডার ইউসুফ পাঠান এবং ইন্ডিয়া ক্যাপিটালসের পেসার মিচেল জনসনের বিশ্রী ঝগড়া প্রত্যক্ষ করল জয়পুর। ঘটনার একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, পাঠান এবং জনসন বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন। এরপর প্রাক্তন অসি ক্রিকেটার পাঠানকে দূরে ঠেলে দেন। এরপরই আম্পায়াররা সময়মতো হস্তক্ষেপ করেন এবং দু'জনকে আলাদা করেন।

আইএএনএস-এর একটি প্রতিবেদন অনুসারে, আয়োজকরা এই বিশ্রী কাণ্ডে সন্তুষ্ট নন এবং পাঠানের গায়ে হাত দেওয়ার জন্য আইসিসি আইন অনুসারে জনসনকে একটি ম্যাচের জন্য নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন। এদিকে ম্যাচে ইউসুফ পাঠানকে আউট করেন সেই মিচেল জনসনই। তার আগে অবশ্য পাঠান ২৪ বলে ৪৮ রান করেন। জনসন ৪ ওভারে ৫১ রান দিয়ে দুই উইকেট নেন ম্যাচে। এদিকে ২২৭ রান তাড়া করতে নেমে তিন বল বাকি থাকতেই গম্ভীরের দল লক্ষ্যে পৌঁছে যায়। তবে জনসনের উপর নিষেধাজ্ঞা জারি হলে ফাইনালে খেলতে পারবেন না তিনি।

এদিকে রবিবারের ‘হাই স্কোরিং’ ম্যাচে ৪ উইকেটে জিতে যান জনসনরা। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দলটি ২২৭ রানের লক্ষ্যে পৌঁছে যায় নির্ধারিত ওভারেই। এই ম্যাচ হেরে পাঠানের ভিলওয়ারা কিংস এলিমিনেটরে মুখোমুখি হবে বীরেন্দ্র সেহওয়াগের গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালসের।

বন্ধ করুন