বাংলা নিউজ > ময়দান > অবসর ভেঙে ফিরতে পারেন যুবরাজ, প্লেয়ার কাম মেন্টরের দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে তারকা অল-রাউন্ডারকে

অবসর ভেঙে ফিরতে পারেন যুবরাজ, প্লেয়ার কাম মেন্টরের দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে তারকা অল-রাউন্ডারকে

যুবরাজ সিং। ছবি- টুইটার।

গত বছর আন্তর্জাতিক ও ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেন যুবি।

অবসর ভেঙে মাঠে ফিরতে পারেন যুবরাজ সিং। টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডারকে আবার দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটের আঙিনায়। এমন সম্ভাবনা তৈরি হল পঞ্জাব ক্রিকেট অ্যাসেসিয়েশনের সৌজন্যে।

গত বছর জুনে আন্তর্জাতিক ও ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ সিং। ভারতের মাটিতে শেষবার তিনি ব্যাট হাতে মাঠে নামেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গত বছর আইপিএলে। যদিও অবসর নেওয়ার পর দু'টি বিদেশি লিগে খেলতে নেমেছেন যুবি। গ্লোবাল টি-২০ কানাডা ও আবু ধাবি টি-১০ লিগে খেলতে দেখা গিয়েছে তারকা অল-রাউন্ডারকে।

এবার যুবরাজকে রাজ্যদলের প্লেয়ার কাম মেন্টর হিসেবে দেখতে চায় পঞ্জাব ক্রিকেট সংস্থা। পিসিএর তরফে যুবিকে অবসর ভেঙে ফেরার অনুরোধ জানানো হয়েছে। যদিও প্রস্তাব পাওয়ার পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও এখনও কোনও সিদ্ধান্ত জানননি যুবি।

পঞ্জাব ক্রিকেট সংস্থার সচিব পুনীত বালি বলেন, ‘আমরা ৫-৬ দিন আগে যুবরাজকে প্রস্তাব দিয়েছি এবং ওর সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছি। পঞ্জাব ক্রিকেটের পক্ষে সত্যিই খুব ভালো হবে, যদি যুবরাজ আবার মাঠে নামে এবং একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের গাইড করে।’

যদিও ৩৮ বছর বয়সী যুবরাজের পক্ষে অবসর ভেঙে ফিরে আসা সহজ হবে না। কেননা, যুবি ইতিমধ্যেই দু'টি বিদেশি লিগে মাঠে নেমেছেন। কেবল মাত্র অবসর নেওয়ার পরেই বিসিসিআই কোনও ভারতীয় ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনুমতি দেয়। অবশ্য, যুবরাজ নিজে চাইলে তাঁর ফিরে আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

বন্ধ করুন