বাংলা নিউজ > ময়দান > নেটে বেধড়ক মার যুবরাজের, হাঁকালেন বিশাল বড়-বড় ছক্কা, উত্তেজিত লারাও

নেটে বেধড়ক মার যুবরাজের, হাঁকালেন বিশাল বড়-বড় ছক্কা, উত্তেজিত লারাও

অতীতের যুবরাজের ছায়া

লেজেন্ডস লিগ ক্রিকেটের তরফে ভারতের ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। সেই উদ্দেশ্যেই নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন যুবি। যখন খেলতেন যে রাজকীয় ভঙ্গিমায়, অবলীলায় বোলারদের ছয় হাকাতেন সেই এক ভঙ্গিমায় ফের একবার ধরা দিলেন তিনি।

শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের অন্যতম স্টাইলিশ বাঁহাতি ব্যাটার ছিলেন ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপজয়ী যুবরাজ সিং। মারকুটে স্বভাবের এই ব্যাটার দীর্ঘদিন হল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যখন খেলতেন তখন ২২ গজকে কার্যত শাসন করতেন ব্যাট হাতে। বিশেষ করে পেসারদের বিরুদ্ধে অবলীলায় হাকাতেন চার, ছক্কা। সেই যুবরাজ সিং ফের একবার ২২ গজে ফিরছেন। তার আগে অনুশীলন করে নিজেকে প্রস্তুত রাখছেন তিনি। সেই অনুশীলনের কিছু ক্লিপিং তিনি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে অতীতের মতো অবলীলায় ছক্কা হাঁকাচ্ছেন তিনি। যা দেখে মুগ্ধ স্বয়ং ব্রায়ান লারাও।

আরও পড়ুন: ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুন করে খুঁজে পেলেন পূজারা, গড়লেন নজির

প্রসঙ্গত ১৬ সেপ্টেম্বর ফের একবার ২২ গজে দেখা যাবে যুবরাজকে। কলকাতার ইডেন গার্ডেনে তিনি ইন্ডিয়ান মহারাজা দলের হয়ে নামবেন ওয়ার্ল্ড জায়ান্টস দলের বিরুদ্ধে। লেজেন্ডস লিগ ক্রিকেটের তরফে ভারতের ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। সেই উদ্দেশ্যেই নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন যুবি। যখন খেলতেন যে রাজকীয় ভঙ্গিমায়, অবলীলায় বোলারদের ছয় হাকাতেন সেই এক ভঙ্গিমায় ফের একবার ধরা দিলেন তিনি।

খেলা ছেড়েছেন দীর্ঘদিন হয়ে গিয়েছে। তবে তার ব্যাটিং টাচ যেন এখনও অটুট। একের পর এক ছক্কা হাকিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে সেটাই বুঝিয়ে দিলেন। নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করে যুবি লেখেন 'খুব একটা খারাপ খেলিনি আমি কী বলেন! যা আসছে তার জন্য আমি সুপার এক্সাইটেড।' ভিডিয়োটি ব্রায়ান লারার চোখ এড়ায়নি। কমেন্টে কিংবদন্তি লিখেছেন 'সামনে কী আসছে?' কমেন্ট করেছেন হরভজন সিংও। শিখর ধাওয়ানও লিখেছেন 'ক্লাস চিরস্থায়ী'। তবে ১৬ সেপ্টেম্বরের ম্যাচে খেললেও লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণে খেলবেন না যুবরাজ। এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিশ্ব দলকে নেতৃত্ব দেবেন ইয়ন মর্গ্যান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.