বাংলা নিউজ > ময়দান > Yuvraj removes Dhoni's image from video: জন্মদিনের ভিডিয়োয় ছিল ধোনির ছবি, বাদ দিয়ে পোস্ট যুবরাজের, চরম বিরক্ত নেটপাড়া

Yuvraj removes Dhoni's image from video: জন্মদিনের ভিডিয়োয় ছিল ধোনির ছবি, বাদ দিয়ে পোস্ট যুবরাজের, চরম বিরক্ত নেটপাড়া

ধোনির সঙ্গে যুবরাজ এবং যুবরাজ সিং। (ছবি সৌজন্যে টুইটার ও পিটিআই)

Yuvraj removes Dhoni's image from video: মহেন্দ্র সিং ধোনির ছবি বাদ দিয়ে ভিডিয়ো পোস্ট করেন যুবরাজ সিং। তা নিয়েই নেটিজেনদের একাংশ চরম বিরক্তি প্রকাশ করেন। যদিও অনেকেই যুবরাজের পাশে দাঁড়িয়েছেন।

যুবরাজ সিংয়ের জন্মদিনে ভিডিয়ো বানিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন এক ভক্ত। তাতে ধন্যবাদও জানান যুবরাজ। নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন ওই ভিডিয়ো। কিন্তু যুবরাজ যে ভিডিয়ো পোস্ট করেন, তাতে মহেন্দ্র সিং ধোনির অংশ ছেঁটে ফেলেন বলে অভিযোগ উঠল। তারপর থেকেই নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েছেন যুবরাজ।

গত ১২ ডিসেম্বর ভারতীয় দলের প্রাক্তন তারকা যুবরাজের জন্মদিন ছিল। সেদিন ‘Out Of Context Cricket’ (@GemsOfCricket) নামে এক টুইটার ব্যবহারকারী যুবরাজের ভিডিয়ো বানিয়ে পোস্ট করেন। এক মিনিট ১০ সেকেন্ডের ভিডিয়োয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ছেলেবেলা, পেশাদারি জীবন ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের ছবির কোলাজ ছিল। তাতে যুবরাজের সঙ্গে সচিন তেন্ডুলকর, হরভজন সিং, ধোনিদের ছবি ব্যবহার করেছিলেন ওই ফ্যান। সেইসঙ্গে ব্যাকগ্রাউন্ডে বাজছিল গান।

সেই ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন যুবরাজ। @GemsOfCricket-কে ধন্যবাদ জানান। কিন্তু সেই ভিডিয়োয় লুকিয়ে ছিল টুইস্ট। যুবরাজ যে ভিডিয়ো পোস্ট করেন, তাতে ধোনির ছবি ছিল না। মূল ভিডিয়োয় বাইকে চেপে ধোনি ও যুবরাজের সেই বিখ্যাত ছবি রেখেছিলেন ওই টুইটার ব্যবহারকারী। কিন্তু যুবরাজের ভিডিয়োয় ধোনির সেই ছবি খুঁজে পাওয়া যায়নি। ভিডিয়োর দৈর্ঘ্যও এক মিনিট আট সেকেন্ড হয়ে যায়।

আরও পড়ুন: যুবি সাদা বলের সেরা ক্রিকেটার- গম্ভীরের বার্থ ডে উইশ ঘিরে বিতর্ক

তাতেই চটেছেন নেটিজেনদের একাংশ। সেইসঙ্গে যুবরাজের কাজে চরম বিরক্ত হন তাঁরা। তেমনই এক নেটিজেন বলেন, ‘আসল ভিডিয়ো থেকে ধোনিকে বাদ দিয়েছেন। এত ঘৃণা কেন ভাই? জঘন্য। ভাগ্য ভালো যে সোশ্যাল মিডিয়ায় নেই ধোনি (অ্যাকাউন্ট থাকলেও সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন ধোনি)। এরকম ভুলভাল জিনিসপত্র দেখতে হয় না।’ মূল ভিডিয়োর লিঙ্ক পোস্ট করে ওই নেটিজেন বলেন, 'এটা আসল ভিডিয়ো। ৩৬ সেকেন্ডে ধোনির সঙ্গে বাইকে ছবি ছিল। যুবি (যুবরাজের ডাকনাম) ওই ভিডিয়ো ডাউনলোড করে নেন এবং শুধুমাত্র ওই অংশটা কেটে ফেলে নিজের অ্যাকাউন্টে আপলোড করেছেন।'

যদিও অনেকেই যুবরাজের পাশে দাঁড়িয়েছেন। তেমনই এক নেটিজেন বলেন, ‘এই বিষয়টা নিয়ে হইহল্লার কিছু দেখছি না। ধোনিকে নিজের বন্ধু হিসেবে দেখেন না যুবরাজ।’ একইসুরে অপর একজন বলেন, ‘ভাই, ওটা অবসর সংক্রান্ত ভিডিয়ো ছিল। এটা বন্ধুত্বের বিষয়। ধোনির সঙ্গে যুবির কোনওদিন বন্ধুত্ব ছিল না। দু’জনে দু'জনকে শ্রদ্ধা করত।'

বন্ধ করুন