বাংলা নিউজ > ময়দান > মাঠে যুবরাজ ধামাকা সময়ের অপেক্ষা, অবসর ভেঙে ফিরতে চলেছেন যুবি: রিপোর্ট

মাঠে যুবরাজ ধামাকা সময়ের অপেক্ষা, অবসর ভেঙে ফিরতে চলেছেন যুবি: রিপোর্ট

আপাতত পঞ্জাবের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলবেন যুবরাজ (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

আবার ক্রিকেট মাঠে যুবি ধামাকা দেখতে পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই অবসর ভেঙে ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন যুবরাজ সিং। নিদেনপক্ষে ঘরোয়া ক্রিকেটে পঞ্জাবের হয়ে টি-টোয়েন্টি খেলবেন। 'ক্রিকবাজ'-এ একথাই জানিয়েছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান।

গত বছর জুনে তিন ফরম্যাট থেকেই অবসর গ্রহণ করেছিলেন যুবরাজ। তবে ক্রিকেট থেকে বেশিদিন দূরে থাকেননি। বরং পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে মোহালিতে শুভমন গিল, অভিষেক শর্মা, প্রভসিমরান সিং এবং আনমোলপ্রীত সিংকে নিয়ে দুটি দীর্ঘ ক্যাম্প করেন। চার উঠতি ক্রিকেটারের ফিটনেস ও দক্ষতা নিয়ে কাজ করেন যুবি। আর বিশেষ জোর দেন মানসিক দৃঢ়তার উপর। সেই সময়েই কিছুটা নিজের অজান্তেই যেন খেলোয়াড়দের দুনিয়ায় ফিরে আসেন ২০১১ সালের বিশ্বকাপের ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’।

'ক্রিকবাজ'-এ যুবরাজ বলেন, ‘ওই তরুণদের সঙ্গে সময় কাটাতে এবং খেলার বিভিন্ন দিক নিয়ে কথা বলার বিষয়টি উপভোগ করছিলাম। আমি বুঝতে পারছিলাম, আমি যে বিভিন্ন ধরনের জিনিসগুলি বলছি, সেগুলি ওরা ধরতে পারছে। কয়েকটি বিষয় দেখিয়ে দেওয়ার জন্য আমায় নেটে যেতে হচ্ছিল। দীর্ঘদিন ব্যাট না ধরা সত্ত্বেও আমি এত ভালো শট খেলছিলাম দেখে নিজেই বেশ অবাক হয়ে গিয়েছিলাম।’

যুবরাজ জানান, আনলক শুরুর পর থেকে মাসদুয়েক ট্রেনিং করেছেন তিনি। প্রাক-মরশুম ক্যাম্পে ব্যাটিং করেন। কয়েকটি প্র্যাকটিস ম্যাচে রানও পান। সেই সময় যুবরাজকে অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্ত বিবেচনা করে দেখার প্রস্তাব দেন পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনীত বালি।

সেই প্রস্তাবে যে কিছুটা দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন, তা স্বীকার করে নিয়েছেন যুবরাজ। তাঁর কথায়, ‘আমি ঘরোয়া ক্রিকেট খেলতে চাইনি আর। যদিও ভারতীয় বোর্ডের অনুমতি পেলে বিশ্বের বিভিন্ন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাইছিলাম। কিন্তু বালির অনুরোধ আমি ফেলে দিতে পারছি না। প্রায় তিন-চার সপ্তাহ ধরে আমি ভাবনাচিন্তা করেছি। কিন্তু শেষে গিয়ে বিষয়টা এমন দাঁড়াল যে আমায় যেন সচেতনভাবে সিদ্ধান্ত নিতেই হবে না।’

সেই সিদ্ধান্ত নেওয়ার পরই অবসর ভেঙে ফিরতে চেয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহকে ইমেল করেন যুবি। জানান, বোর্ড যদি অবসর ভেঙে আসার অনুমতি দেয়, তাহলে তিনি বিদেশি লিগে খেলতে যাবেন না। 

তবে আপাতত শুধুমাত্র পঞ্জাবের হয়ে টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা আছে যুবির। তাঁর কথায়, 'এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে অনুমোদন পেলে আমি শুধু টি-টোয়েন্টি খেলব। কিন্তু কে জানে (কী হয়), দেখা যাক।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.