বাংলা নিউজ > ময়দান > ‘ক্যাপ্টেন কা হুকুম সর আঁখো পর’, রোহিতের বকুনি খেয়ে বললেন চাহাল, নেটপাড়ার হাসির রোল

‘ক্যাপ্টেন কা হুকুম সর আঁখো পর’, রোহিতের বকুনি খেয়ে বললেন চাহাল, নেটপাড়ার হাসির রোল

রোহিত শর্মা এবং যুজবেন্দ্র চাহাল।

ইনিংসের ৪৫তম ওভারে রোহিত বল তুলে দেন সুন্দরের হাতে। ওভার শুরুর আগে ফিল্ডিং সাজাচ্ছিলেন তিনি। যখন তিনি দেখেন, চাহাল যথাযথ জায়গায় ফিল্ডিং করতে যেতে দেরি করছেন, তখন রোহিত রীতিমতো ধমক দিয়ে ওঠেন। তাঁর কথা স্টাম্প মাইকে স্পষ্ট শোনা যায়। তিনি বলেন, ‘তোর হলটা কী? তাড়াতাড়ি দৌড়চ্ছিস না কেন? যা ভাগ ওদিকে!’

ঠিক যেন গলি ক্রিকেটের মুহূর্ত ফিরে এল আন্তর্জাতিক মঞ্চে। ফিল্ডিংয়ে তৎপরতা না দেখানো খেলোয়াড়কে যেমন ক্যাপ্টেন ধমক দেন গলি ক্রিকেটে, হুবহু সে ভাবেই যুজবেন্দ্র চাহালকে রীতিমতো বকা দিয়ে যথাযথ জায়গায় ফিল্ডিং করতে পাঠালেন রোহিত শর্মা। আমদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের মাঝে চাহালকে রোহিতের ধমক দেওয়ার ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল।

ইনিংসের ৪৫তম ওভারে রোহিত বল তুলে দেন ওয়াশিংটন সুন্দরের হাতে। ওভার শুরুর আগে রোহিত ফিল্ডিং সাজাচ্ছিলেন। যখন তিনি দেখেন যে যুজবেন্দ্র চাহাল যথাযথ জায়গায় ফিল্ডিং করতে যেতে দেরি করছেন, তখন রোহিত রীতিমতো ধমক দিয়ে ওঠেন। তাঁর কথা স্টাম্প মাইকে স্পষ্ট শোনা যায়। রোহিত বলে ওঠেন, ‘তোর হলটা কী? তাড়াতাড়ি দৌড়চ্ছিস না কেন? যা ভাগ ওদিকে!’

মুহূর্তে এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়োতে চাহালও মজার মন্তব্য করেন। যদিও পরে ভিডিয়োটি ডিলিট করে দেওয়া হয়। তবে তার আগেই চাহাল লিখেছিলেন, ‘ক্যাপ্টেন কা হুকুম সর আঁখো পর।’ অর্থাৎ অধিনায়কের হুকুম সবার আগে মানতে হবে।

চাহালের মজার জবাব।
চাহালের মজার জবাব।

ঠিক যেন গলি ক্রিকেটের মুহূর্ত ফিরে এল আন্তর্জাতিক মঞ্চে। ফিল্ডিংয়ে তৎপরতা না দেখানো খেলোয়াড়কে যেমন ক্যাপ্টেন ধমক দেন গলি ক্রিকেটে, হুবহু সে ভাবেই যুজবেন্দ্র চাহালতে রীতিমতো বকা দিয়ে যথাযথ জায়গায় ফিল্ডিং করতে পাঠালেন রোহিত শর্মা। আমদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের মাঝে চাহালকে রোহিতের ধমক দেওয়ার ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল।

ইনিংসের ৪৫তম ওভারে রোহিত বল তুলে দেন ওয়াশিংটন সুন্দরের হাতে। ওভার শুরুর আগে রোহিত ফিল্ডিং সাজাচ্ছিলেন। যখন তিনি দেখেন যে যুজবেন্দ্র চাহাল যথাযথ জায়গায় ফিল্ডিং করতে যেতে দেরি করছেন, তখন রোহিত রীতিমতো ধমক দিয়ে ওঠেন। তাঁর কথা স্টাম্প মাইকে স্পষ্ট শোনা যায়। রোহিত বলে ওঠেন, ‘তোর হলটা কী? তাড়াতাড়ি দৌড়চ্ছিস না কেন? যা ভাগ ওদিকে!’

মুহূর্তে এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়োতে চাহালও মজার মন্তব্য করেন। যদিও পরে ভিডিয়োটি ডিলিট করে দেওয়া হয়। তবে তার আগেই চাহাল লিখেছিলেন, ‘ক্যাপ্টেন কা হুকুম সর আঁখো পর।’ অর্থাৎ অধিনায়কের হুকুম সবার আগে মানতে হবে।|#+|

দ্বিতীয় ওডিআই-এ অবশ্য ভারত অনায়াসে জয় তুলে নেয়। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩৭ রান তোলে। সূর্যকুমার যাদব দলের হয়ে সব থেকে বেশি ৬৪ রান করেন। লোকেশ রাহুল ৪৯ রানে আউট হন। নবাগত দীপক হুডা করেন ২৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৬ ওভারে ১৯৩ রান অল-আউট হয়ে যায়। ব্রুকস ৪৪ ও আকিল হোসেন ৩৪ রান করেন। প্রসিধ কৃষ্ণা ১২ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ভারত ৪৪ রানের ব্যবধানে ম্যাচ জেতে। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে জয় নিশ্চিত করে তারা। ম্যাচের সেরা হন প্রসিধ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.