বাংলা নিউজ > ময়দান > U19 WWC: অনূর্ধ্ব-১৯ মহিলাদের বিশ্বকাপে প্রথম এমন ঘটনা ঘটল! দেখুন ভিডিও

U19 WWC: অনূর্ধ্ব-১৯ মহিলাদের বিশ্বকাপে প্রথম এমন ঘটনা ঘটল! দেখুন ভিডিও

রওয়ান্ডার ক্রিকেটার শাকিলা নিয়োমুহোজাকে রান-আউট করছেন পাকিস্তানের বোলার জাইব-উন-নিসা। ছবি- টুইটার

প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। আর প্রথম বিশ্বকাপের মঞ্চেই বিতর্ক শুরু হয়ে গেল মানকাডিং নিয়ে।

ফের মানকাডিং দেখল বিশ্ব ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হয়েছে অনূর্ধ-১৯ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। প্রথমবার এই টুর্নামেন্টটি আয়োজন করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। মহিলাদের ক্রিকেটের উন্নতি এবং নতুন ক্রিকেটার উঠে আসার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্ট চালু করেছে আইসিসি। প্রথমবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। ১৪টি দল অংশগ্রহণ করেছে এই বিশ্বকাপে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ হয়ে গিয়েছে।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আজ মুখোমুখি হয় পাকিস্তান ও রওয়ান্ডা। এই ম্যাচেই ফের বিতর্কিত রান আউট হন রওয়ান্ডার ক্রিকেটার শাকিলা নিয়োমুহোজা। মানকাডিং আউট করেন পাকিস্তানের বোলার জাইব-উন-নিসা। বল করার সময় নন-স্টাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা রওয়ান্ডার শাকিলা ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। ডেলিভারি সম্পূর্ণ না করে নিশা বেল ফেলে দেন।

পাকিস্তানের ক্রিকেটাররা আবেদন করলে আউট দেন আম্পায়ার। নিওমুহোজা ক্রিজে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু জাইব-উন নিসা কোনও রকম সুযোগ না দিয়ে আউট করেন তাঁকে। যা নিয়ে ফের বিশ্ব ক্রিকেটে বিতর্কের ঝড় উঠেছে।

এদিন ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রওয়ান্ডা। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১০৬ রান করে রওয়ান্ডা। পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি রওয়ান্ডার ক্রিকেটাররা। ম্যাচের শুরুতেই শূন্য রানে ফিরে যান রওয়ান্ডার ওপেনার মারভিলি উয়াসে। রওয়ান্ডার অধিনায়ক গিসেল ইশিমওয়ের ৪০ রানের ইনিংস তাদেরকে ১০০ গণ্ডি টপকাতে সাহায্য করে। অন্য ওপেনার সিন্থিয়া টুইজারে করেন ২০ রান। পাকিস্তানের বোলার আরেশা নূর ১৯ রান দিয়ে নেন দুই উইকেট।

পরিবর্তে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ২ উইকেট হারিয়ে ১৭.৫ ওভারেই নির্ধারিত ১০৭ রান তুলে দেয়। ওপেনার ফাতিমা ৬৯ বলে ৬৫ রান করে ম্যাচ জেতানো ইনিংস খেলেন।

তবে এই প্রথম মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মানকাডিংয়ের মতো ঘটনা ঘটল। এর আগে সিনিয়র মহিলা দলে অনেকেই মানকাডিং করে বিতর্কে জড়িয়েছেন। অনেকে আবার প্রাক্তনদের পাশেও পেয়েছেন। তবে মানকাডিংকে যেহেতু রান আউট হিসাবে গন্য করেছে আইসিসি। ফলে খুব একটা বিতর্ক দেখা দেয়নি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন