ভারতের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। দলে সুযোগ পেয়েছেন জাকির। ফর্ম হারিয়ে দুঃসময়ের চক্রে থাকা মুমিনুল হক ধরে রাখতে পেরেছেন নিজের জায়গা। চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে না পারা অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল অবশ্য টেস্টেও দলে নেই। বৃহস্পতিবার দুপুরে এক টেস্টের জন ১৭ সদস্যের দল ঘোষণা করল বিসিবি।
আরও পড়ুন… সচিনকে হুমকি দিয়েছিলাম, আমার জন্যই পুরো ইডেন খালি করতে হয়েছিল, দাবি শোয়েবের
হজ করার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না মুশফিকুর রহিম। এবার তিনি ফিরেছেন দলে। চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ ও ইয়াসির আলি চৌধুরিও। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন না তাসকিন। চোটের জন্য খেলতে পারেননি ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও। ইয়াসির শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকলেও পরে ছিটকে যান চোটের কারণে। তার জায়গায় সেখানে সুযোগ পান এনামুল হক। এবার এই দুজনই আছেন দলে।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট দল: শাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক।
আরও পড়ুন… ‘স্বপ্ন সত্যি হল’, ভারতের বিরুদ্ধে ODI সিরিজ জিতে উচ্ছ্বাস লুকিয়ে রাখলেন না লিটন
আগামী বুধবার শুরু হবে ভারতের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্ট। সিরিজের পরের টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে, ২২ ডিসেম্বর থেকে। এদিকে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্টে বৃহস্পতিবার স্রেফ ১২ রানেই আউট হয়ে গিয়েছিলেন জাকির হাসান। তবে দিনটিকে হয়তো কখনওই ভুলবেন না বাঁহাতি ব্যাটসম্যান। এই দিনই যে তিনি প্রথমবার ডাক পেলেন বাংলাদেশের টেস্ট দলে। এই দলে মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও ইয়াসির আলি চৌধুরি দলে ফিরেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।