বাংলা নিউজ > ময়দান > সুইডেনের বিরুদ্ধে ডেভিস কাপে নামার আগেই ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা জিশান আলির

সুইডেনের বিরুদ্ধে ডেভিস কাপে নামার আগেই ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা জিশান আলির

ভারতের কোচের পদ থেকে ইস্তফা জিশান আলির। ছবি- পিটিআই।

সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপের ভারত বনাম সুইডেন ম্যাচ।

শুভব্রত মুখার্জি:- সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিক গেমসে ভারতীয় লন টেনিস দল এক্কেবারেই ভাল ফল করতে পারেনি। ছেলেদের সিঙ্গেলসে কোরেন্টিন মুটেটের কাছে প্রথম রাউন্ডেই হেরেছেন সুমিত নাগাল। অন্যদিকে ছেলেদের ডাবলসে রোহন বোপান্না এবং বালাজি জুটি একেবারেই ভালো ফল করতে পারেনি। তাঁরাও প্রথম দিকেই ছিটকে বেরিয়ে যায় অলিম্পিক্স থেকে।

এমন আবহে ভারতীয় লন টেনিস দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট ডেভিস কাপ। সেই ডেভিস কাপে তাদের পরবর্তী প্রতিপক্ষ যথেষ্ট কঠিন। সুইডেনের বিরুদ্ধে নামার আগেই এল এক খারাপ খবর। ভারতীয় ডেভিস কাপ দলের কোচের দায়িত্ব এতদিন পালন করেছেন জিশান আলি। এবার সুইডেনের বিপক্ষে টাইয়ের আগেই সেই দায়িত্ব ছেড়ে দিলেন তিনি। অল ইন্ডিয়া টেনিস ফেডারেশন অর্থাৎ এআইটিএর তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপের ভারত বনাম সুইডেন ম্যাচ। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টাই। সুইডেনের বিরুদ্ধে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানের টাই রয়েছে ভারতের। তার আগে ভারতের প্রাক্তন টেনিস খেলোয়াড় জিশান আলির সরে দাঁড়ানোটা খুব বড় ধাক্কা।

আরও পড়ুন:- Ajinkya Rahane Gets Half-Century: সুযোগ হয়নি দলীপে, কাউন্টিতে দাপুটে ইনিংস খেলে ম্যাচ জেতালেন অজিঙ্কা রাহানে

ভারতের পক্ষে যেটা অসুবিধার সেটা হল এই টাই তাদের অ্যাওয়ে টাই। সুইডেনের স্টোকহমের ওই টাইয়ের আগে নতুন কোচ খুঁজতে হবে সর্বভারতীয় টেনিস সংস্থাকে। উল্লেখ্য ২০১৩ সালে নন্দন বল দায়িত্ব ছাড়ার পর ভারতীয় ডেভিস কাপ দলের কোচের দায়িত্ব নেন জিশান আলি।

আরও পড়ুন:- Yuzvendra Chahal Takes 5 Wickets: কাউন্টির ‘প্রথম ম্যাচেই’ চমকে দিলেন চাহাল, ৫ উইকেট নিয়ে বিধ্বস্ত করলেন কেন্টকে- ভিডিয়ো

নিউ দিল্লিতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে টাই দিয়ে ভারতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব শুরু করেছিলেন তিনি। ইস্তফা দেওয়ার পরে জিশান জানিয়েছেন, ‘আমি ভারতের ডেভিস কাপ দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছি। মনে হয় ডেভিস কাপে আমার পক্ষে যা যা অর্জন করা সম্ভব ছিল, তার সবই করেছি।’

আরও পড়ুন:- Vinesh Phogat's Appeal Dismissed By CAS: স্বপ্নভঙ্গ ভারতের! আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নাকচ ভিনেশের রুপোর পদকের আবেদন

প্রায় এক দশক ধরে ভারতীয় ডেভিস কাপ দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে ইসলামাবাদে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান প্লে-অফ টাইয়ে পাকিস্তানকে ৪-০'তে উড়িয়ে দিয়েছিল ভারত। ফলে ওই টাইটাই ভারতীয় দলের কোচ হিসেবে জিশানের শেষ টাই হয়ে রয়ে গেল।

ডেভিস কাপে ২০০৫ সালে শেষবার দিল্লিতে সুইডেনের বিরুদ্ধে খেলেছিল ভারত। দিল্লির সেই টাইয়ে ১-৩ ব্যবধানে হারতে হয়েছিল ভারতীয় দল। সুইডেনের বিরুদ্ধে জিতলে ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ারে যাবে ভারত। না হলে ফের ২০২৫ সালে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান প্লে-অফ খেলতে হবে তাদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা! এবার আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে CBI অফিসে তলব মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 1 ওভার শেষে India A-র স্কোর 4/0 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার! JEE অ্যাডভান্সে প্রথম ১০০-তে থাকা কোনও পড়ুয়া ভরতি হলেন না IIT খড়গপুরে!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.