বাংলা নিউজ > ময়দান > ZIM vs BAN: ১৫০ করেই টেস্ট ক্রিকেটকে বিদায়, মাহমুদউল্লাহকে দেওয়া হলো 'গার্ড অব অনার'

ZIM vs BAN: ১৫০ করেই টেস্ট ক্রিকেটকে বিদায়, মাহমুদউল্লাহকে দেওয়া হলো 'গার্ড অব অনার'

মাহমুদউল্লাহকে দেওয়া হলো 'গার্ড অব অনার' (ছবি:টুইটার)

আজ রবিবার হারারে টেস্টের পঞ্চম তথা শেষ দিনে শেষ হল সব গুঞ্জন। 

আজ রবিবার হারারে টেস্টের পঞ্চম তথা শেষ দিনে শেষ হল সব গুঞ্জন। সকল অনুমানকে সত্যি করে আজই টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর নিচ্ছেন। বিষয়টা নিশ্চিত হয়ে গেল দিনের শুরুতেই।

জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আজকের খেলা শুরু হলো আর সব দিনের চেয়ে একটু ভিন্নভাবে। বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে নেমে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ালেন। সতীর্থদের করতালিতে মাঠে ঢুকলেন মাহমুদউল্লাহ। জিম্বাবোয়ের বিপক্ষে হারারে টেস্টের শেষ দিনটাই হয়ে গেল অভিজ্ঞ এই ক্রিকেটারের ক্যারিয়ারের শেষ দিন। টেস্টের তৃতীয় দিনেই সতীর্থদের কাছে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন বলে গুঞ্জন উঠে ছিল। এবার 'গার্ড অব অনার' দেওয়ায় সেই গুঞ্জনের সত্যতা নিয়ে আর সন্দেহ রইল না।

এই ম্যাচ দিয়েই প্রায় দেড় বছর পর তিনি ফেরেন টেস্ট ক্রিকেটে। ফিরেই খেলেন ১৫০ রানের অসাধারণ ইনিংস। বলা হচ্ছিল তার টেস্ট ক্যারিয়ারের পুনর্জন্ম। অথচ এই ম্যাচ দিয়েই ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার সাদা পোশাককে পাকাপাকিভাবে বিদায় জানিয়ে দিলেন। ২০০৯ সালে টেস্টে অভিষিক্ত মাহমুদউল্লাহর ৫০তম টেস্টই হয়ে রইল তার ক্যারিয়ারের শেষ টেস্ট। যিনি মহাবিপদে দলের হাল ধরেছেন, আজ তাকেই সসম্মানে বিদায় জানালেন সতীর্থরা।

জিম্বাবোয়ে সফরের টেস্ট দলেও ছিলেন না রিয়াদ। মূল দল ঘোষণার ২ দিন পর অন্তর্ভুক্ত করা হয় তাঁকে। হারারে টেস্টে একাদশে সুযোগ পেয়ে মাহমুদউল্লাহ হয়ে ওঠেন ব্যাটিং অর্ডারের ত্রাতা। টস জিতে ব্যাট করতে নেমে দল পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ৮ নম্বরে ব্যাট করতে নেমে রিয়াদ খেলেন ১৫০ রানের অপরাজিত ইনিংস। তাসকিন আহমেদের সঙ্গে ৯ম উইকেটে ১৯১ রানের রেকর্ড গড়েন।, যা দলকে এনে দেয় ৪৬৮ রানের পুঁজি। অবসরের আগে পর্যন্ত ৫০টি টেস্টে মাঠে নামা হয়েছে রিয়াদের, আছে ৫টি সেঞ্চুরি ও ১৬টি অর্ধশতরান। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামা হয়নি তাঁর। তাই ১৫০ রানে অপরাজিত থেকেই শেষ করলেন টেস্ট ক্যারিয়ার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.