বাংলা নিউজ > ময়দান > ৩৬ বছর বয়সে টেস্ট অভিষেক, প্রথম ওভারেই উইকেট তুলে ইতিহাস পাক তারকার, দেখুন ভিডিও

৩৬ বছর বয়সে টেস্ট অভিষেক, প্রথম ওভারেই উইকেট তুলে ইতিহাস পাক তারকার, দেখুন ভিডিও

৩৬ বছর বয়সে প্রথম টেস্ট উইকেটের তৃপ্তি। ছবি- টুইটার।

ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৫৯৮টি উইকেট নেওয়ার পর জাতীয় দলের দরজা খোলে পাক পেসারের সামনে।

৩৬ বছর বয়সে বহু ক্রিকেটার নিজেদের বর্ণোজ্জ্বল আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি টেনে দেন। তাবিশ খানের আন্তর্জাতিক অভিষেক হয় ৩৬ বছর বয়সে। শুধু অভিষেক বলা ভুল হবে, বরং চমকে দেওয়া অভিষেক বলাই ভালো। কেননা, পাকিস্তানের তৃতীয় বয়স্কতম টেস্ট অভিষেককারী আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ওভারেই তুলে নেন উইকেট।

প্রায় ১৯ বছর প্রথম শ্রেনির ক্রিকেট খেলার পর জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামেন তাবিশ। ১৩৭টি প্রথম শ্রেনির ম্যাচে ৫৯৮টি উইকেট নিয়ে অবশেষে টেস্টের আঙিনায় পা দেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ৩৮ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাবিশ। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৭ বার। শেষমেশ পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন সত্যি হয় তাঁর।

জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন কোচ মিসবা উল হক। কোচ তথা টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি তাবিশ। পাকিস্তান ৮ উইকেটে ৫১০ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। দ্বিতীয় দিনের শেষ বেলায় জিম্বাবোয়ে পালটা ব্যাট করতে নামলে শাহিন আফ্রিদির সঙ্গে নতুন বলে দৌড় শুরু করেন তাবিশ। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে তিনি এলবিডব্লিউর ফাঁদে জড়ান মুসাকান্দাকে। সেই ওভারে কোনও রানও দেননি তিনি। সুতরাং মেডেন-উইকেট ওভার দিয়ে টেস্ট তথা আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন তাবিশ।

জিম্বাবোয়ে দ্বিতীয় দিনের শেষে ৩০ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ৫২ রান তুলেছে। তাবিশ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন আফ্রিদি, হাসান আলি ও সাজিদ খান। নউমান আলি ২ ওভার বল করে উইকেট পাননি বটে, তবে কোনও রানও খরচ করেননি।

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে আবিদ আলি অপরাজিত ২১৫, আজহার আলি ১২৬ ও নউমান আলি ৯৭ রান করেন। জিম্বাবোয়ের হয়ে ৩টি উইকেট নেন মুজারাবানি।

বন্ধ করুন