শুভব্রত মুখার্জি
২২৭তম মিলান ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইন্টার এবং এসি মিলান। কোপা ইতালিয়াতে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান ও এসি মিলান। ম্যাচে উত্তেজনা বাড়ে। তা চরমে ওঠে ইব্রাহোমোভিচ ও রোমেলু লুকাকুর মধ্যে উত্তপ্ত লড়াইয়ের ফলে।
ম্যাচে গোলও পান ইব্রাহিমোভিচ। তবে তাকে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়। কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। ইন্টারের হয়ে দুটি গোল করেন লুকাকু ও এরিকসন। ম্যাচে গোল করে প্রথমে এসি মিলানকে এগিয়ে দিয়েছিলেন ইব্রাহিমোভিচ।
বিরতির ঠিক আগে ইব্রাহিমোভিচ এবং লুকাকুর মধ্যে বাদানুবাদ শুরু হয়। যা চরম পর্যায়ে পৌঁছে যায়। মুখোমুখি উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায় দুজনকে। প্রসঙ্গত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে একটা সময় দুজনেই ছিলেন সতীর্থ। এই ম্যাচে অবশ্য কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়েননি।
৫৮ মিনিটে কোলারভকে কড়া ট্যাকেল করে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় ইব্রাহিমোভিচকে। ফলে উত্তেজক মিলান ডার্বিতে ১০ জনের এসি মিলানের বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।