মহাকাশ অভিযান একটি মুনাফাজনক ব্যবসা হতে পারে। এতে যেমন বিজ্ঞানের অগ্রগতি সম্ভব, তেমনই দুর্দান্ত লাভজনক প্রতিষ্ঠানও গড়ে তোলা যেতে পারে। আর সেই কারণেই মহাকাশ ক্ষেত্রে বেসরকারি সংস্থাদের যোগদানে উত্সাহ দিচ্ছে কেন্দ্র। আর তাতে সুফলও মিলছে। ইতিমধ্যেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-তে প্রায় ১০০-রও বেশি ভারতীয় স্টার্ট-আপ রেজিস্ট্রেশন করিয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানালেন ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ। গত ২০২০ সালের জুনে কেন্দ্রীয় সরকার বেসরকারি সংস্থার অংশগ্রহণের জন্য মহাকাশ খাত উন্মুক্ত করে দেয়।
ব্যাঙ্গালুরু টেক সামিট ২০২২-এ যোগ দিয়ে তিনি বলেন, ISRO বেসরকারি সংস্থাগুলির সঙ্গে কাজ করছে। এর জন্য একটি সহযোগিতামূলক স্মারকলিপি স্বাক্ষর করা হয়েছে। এর মধ্যে মহাকাশ প্রযুক্তির বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। আরও পড়ুন: Skyroot Space Launch: ভারতে প্রথম বেসরকারি সংস্থার রকেট উৎক্ষেপণ হতে চলেছে
তিনি জানান, বহু সংস্থারই মহাকাশ সেক্টরে বড় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এর জন্য ISRO সাহায্য করছে। উক্ত ১০০টি স্টার্ট-আপের মধ্যে প্রায় ১০টিই স্যাটেলাইট ও রকেট তৈরি নিয়ে কাজ করছে, জানান ইসরো কর্তা।
এই ধরনে বেসরকারি সংস্থাগুলি ইসরোর জন্য চুক্তিভিত্তিক কাজ করতে পারবে। আবার তারা ইসরোর সাহায্য নিয়ে, অন্য সংস্থার থেকে বরাত নিয়ে স্যাটেলাইট প্রেরণের মতো কাজ করতে পারবে। অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের Spa
এদিন চন্দ্রযান-৩ মিশনের বিষয়েও জানান তিনি। তাঁর কথায়, আগামী কয়েক মাসের মধ্যেই এই অভিযান বাস্তবায়িত হবে। তিনি আরও জানান, ইসরো মহাকাশ প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র সঙ্গে কাজ করছে। তিনি বলেন, আসন্ন অভিযানের রকেটে যে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভারতে তৈরি হচ্ছে।
ISRO প্রধান আগামীর পরিকল্পনার বিষয়েও জানান। তিনি বলেন, ভারতীয় মহাকাশ সংস্থা বর্তমানে বেশ কয়েকটি বিষয়ে কাজ করছে। তার মধ্যে অন্যতম হল স্যাটেলাইট প্রযুক্তিকে আরও শক্তিশালী করা। এছাড়াও ইঞ্জিন তৈরিতে ব্যবহৃত প্রোপালশন সিস্টেম দৃঢ় করা। তাছাড়া সবুজ এবং হাইব্রিড প্রোপালশন সিস্টেম, পারমাণবিক প্রযুক্তি, শক্তি সংরক্ষণকারী সিস্টেম, কার্বন ফাইবার প্রযুক্তি, ইলেকট্রনিক ডিভাইস, রোবোটিক্স, ড্রোন ইত্যাদি বিষয়ে কাজ করছে। আরও পড়ুন: মিশনের স্থায়িত্ব ৩০০ সেকেন্ড! শুক্রবার ভারতের প্রথম বেসরকারি রকেট উড়ান
ভারতের বাণিজ্য সংগঠন স্যাটেলাইট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (SIA) ডিরেক্টর জেনারেল অনিল প্রকাশ মিন্টকে জানান, ২০২৫ সালের মধ্যে ৬০ হাজারেরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হতে পারে। ভারতের বেসরকারি সংস্থাগুলি এর মধ্যে এক বড় অংশের বরাত পেতে পারে।