আগামী ২০ জুলাই মারুতি নতুন ভিটারা লঞ্চ করবে। আর তার পরপরই S-Cross বন্ধ করে দেবে মারুতি। নতুন রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বাজারে এস-ক্রস-এর জায়গায় ভিটারা আনবে মারুতি।
অর্থাৎ, ভিটারা চালুর সঙ্গে সঙ্গে S-Cross এর উৎপাদন চিরতরে বন্ধ হয়ে যাবে। তবে, এস-ক্রস দেশের বাইরে বিক্রি জারি রাখবে সুজুকি। ফলে, S-Cross কেনার পরিকল্পনা থাকলে আর মাত্র কয়েক দিনের সুযোগ পাবেন।
Maruti S-Cross
এস-ক্রসই ছিল Nexa থেকে বিক্রি হওয়া প্রথম গাড়ি। পরবর্তীকালে যদিও Nexa-র পোর্টফোলিওতে Ignis, Baleno, Ciaz এবং XL6 লঞ্চ করেছে মারুতি। Maruti Nexa আউটলেটে তার সমস্ত প্রিমিয়াম গাড়িগুসি বিক্রি করে।
এস ক্রসের সঙ্গে BMW X1-এর লুকসে অনেক মিল রয়েছে।
XL6 এই মুহূর্তে Nexa শোরুমের সবচেয়ে দামি মডেল। তবে নতুন ভিটারা এলে, সেটাই হবে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ গাড়ি। দাম ৯.৯৯ লক্ষ থেকে ১৭.৯৯ লক্ষ টাকার মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে।