বাংলা নিউজ > টেকটক > এক চার্জেই ১৪০ কিমি ছুটবে TVS-এর নতুন ই-স্কুটার, এসে গেল বাজারে

এক চার্জেই ১৪০ কিমি ছুটবে TVS-এর নতুন ই-স্কুটার, এসে গেল বাজারে

ফাইল ছবি: টিভিএস (TVS)

TVS-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে TVS iQube এবং TVS iQube S-এর বুকিং শুরু হয়েছে। ডেলিভারিও শুরু হয়েছে। দুটি স্কুটারই দেশের ৩৩টি শহরে পাওয়া যাবে। শীঘ্রই আরও ৫২টি শহরে লঞ্চ করা হবে।

বুধবার TVS নতুন iQube 2022 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। মোট ৩টি ভ্যারিয়েন্টে, ১০ টি রঙের অপশনে পাবেন নয়া iQube 2022। নয়া আইকিউবের ১৪০ কিলোমিটারের রেঞ্জও প্রশংসনীয়।

দিল্লিতে বেস ভ্যারিয়েন্টের অন-রোড দাম ৯৮,৬৫৪ টাকা থেকে শুরু। তবে বেঙ্গালুরুতে অন-রোড দাম শুরু হচ্ছে ১,১১,৬৬৩ টাকা থেকে।

TVS-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে TVS iQube এবং TVS iQube S-এর বুকিং শুরু হয়েছে। ডেলিভারিও শুরু হয়েছে। দুটি স্কুটারই দেশের ৩৩টি শহরে পাওয়া যাবে। শীঘ্রই আরও ৫২টি শহরে লঞ্চ করা হবে।

TVS iQube ইলেকট্রিক স্কুটারে ৭ ইঞ্চি TFT টাচস্ক্রিন, ক্লিন UI, ইনফিনিটি থিম পার্সোনালাইজেশন, ভয়েস অ্যাসিস্ট, অ্যালেক্সা স্কিলসেট, ইনটুইটিভ মিউজিক প্লেয়ার কন্ট্রোল, OTA আপডেট, প্লাগ-এন্ড-প্লে ক্যারি উইথ চার্জার, ফাস্ট চার্জিং, সেফটি ইনফরমেশন, ব্লুটুথ এবং ক্লাউড কানেক্টিভিটি অপশন, ৩২ লিটার স্টোরেজ স্পেস-এর মত ফিচার্স রয়েছে।

টপ ভ্যারিয়েন্ট TVS iQube ST-তে একটি ৫.১ kWh ব্যাটারি প্যাক আছে। রেঞ্জ ১৪০ কিমি।

বন্ধ করুন