বুধবার TVS নতুন iQube 2022 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। মোট ৩টি ভ্যারিয়েন্টে, ১০ টি রঙের অপশনে পাবেন নয়া iQube 2022। নয়া আইকিউবের ১৪০ কিলোমিটারের রেঞ্জও প্রশংসনীয়।
দিল্লিতে বেস ভ্যারিয়েন্টের অন-রোড দাম ৯৮,৬৫৪ টাকা থেকে শুরু। তবে বেঙ্গালুরুতে অন-রোড দাম শুরু হচ্ছে ১,১১,৬৬৩ টাকা থেকে।
TVS-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে TVS iQube এবং TVS iQube S-এর বুকিং শুরু হয়েছে। ডেলিভারিও শুরু হয়েছে। দুটি স্কুটারই দেশের ৩৩টি শহরে পাওয়া যাবে। শীঘ্রই আরও ৫২টি শহরে লঞ্চ করা হবে।
TVS iQube ইলেকট্রিক স্কুটারে ৭ ইঞ্চি TFT টাচস্ক্রিন, ক্লিন UI, ইনফিনিটি থিম পার্সোনালাইজেশন, ভয়েস অ্যাসিস্ট, অ্যালেক্সা স্কিলসেট, ইনটুইটিভ মিউজিক প্লেয়ার কন্ট্রোল, OTA আপডেট, প্লাগ-এন্ড-প্লে ক্যারি উইথ চার্জার, ফাস্ট চার্জিং, সেফটি ইনফরমেশন, ব্লুটুথ এবং ক্লাউড কানেক্টিভিটি অপশন, ৩২ লিটার স্টোরেজ স্পেস-এর মত ফিচার্স রয়েছে।
টপ ভ্যারিয়েন্ট TVS iQube ST-তে একটি ৫.১ kWh ব্যাটারি প্যাক আছে। রেঞ্জ ১৪০ কিমি।