বাংলা নিউজ > টেকটক > Cheap 5G Plan Jio-Airtel: এয়ারটেল না জিও, কে দেবে সস্তা 5G পরিষেবা? 4G থেকে কত বেশ হবে রেট?

Cheap 5G Plan Jio-Airtel: এয়ারটেল না জিও, কে দেবে সস্তা 5G পরিষেবা? 4G থেকে কত বেশ হবে রেট?

দেশের দুটি বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল শীঘ্রই চালু করতে চলেছে ৫জি মোবাইল পরিষেবা। একটি টুইটার স্পেস সেশন চলাকালীন, এয়ারটেলের এক আধিকারিক ৫জি সম্পর্কে অনেক কিছু বলেন। এর ফলে কোন সংস্থা সবচেয়ে সস্তায় ৫জি পরিষেবা প্রদান করবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।