ভারতে সাইবার ক্রাইম বেড়েই চলেছে। গত কয়েক বছরে এই ধরনের অপরাধ যেভাবে বেড়েছে তাতে সাইবার প্রতারকরা বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করেছে। মানুষকে ঠকানোর জন্য সাইবার প্রতারকরা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেছে। বর্তমানে অনলাইনের যুগে এটি একটি বড় সমস্যা। এই অবস্থায় এর মোকাবিলায় পদক্ষেপ করছে কেন্দ্র। দেশজুড়ে সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত ৬ লক্ষেরও বেশি সিমকার্ড এবং ১ লক্ষের বেশি আইএমইআই নম্বর ব্লক করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে সংসদে এমনই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়াও আরও একাধিক পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন: অফিসার সেজে প্রতারণা করতে গিয়ে আসল পুলিশকেই ফোন করে বসল প্রতারক! তারপর…
একটি লিখিত প্রশ্নের জবাবে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার জানান, দেশে সাইবার অপরাধ রোধ করতে কেন্দ্র ৬ লক্ষ ৬৯ হাজার সিম কার্ড এবং ১ লক্ষ ৩২ হাজার ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর ব্লক করেছে। মূলত সাইবার জালিয়াতি রোধে কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা নিচ্ছে? সেই প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী। সাইবার ক্রাইম বাড়ার ফলে দেশের সব শ্রেণির মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। সঞ্জয় জানান, সাম্প্রতিক সময়ে ভুয়ো ডিজিটাল গ্রেফতার, ফেডেক্স স্ক্যাম এবং সরকার ও পুলিশ আধিকারিকের পরিচয় দিয়ে সাইবার ক্রাইম বাড়ছে। সেক্ষেত্রে সাইবার অপরাধীরা এই ধরনের আন্তর্জাতিক জালিয়াতি চালাচ্ছে। তিনি জানান, এই ধরনের আন্তর্জাতিক কলগুলিকে ব্লক করার জন্য টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, ১৫ নভেম্বর পর্যন্ত এই সংখ্যক সিম এবং আইএমইআই নম্বর ব্লক করা হয়েছে। দেশের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার-এ (১৪ সি) সাইবার ফ্রড মিটিগেশন সেন্টার (সিএফএমসি) তৈরি করা হয়েছে ৷ এর মাধ্যমে নাগরিক আর্থিক সাইবার জালিয়াতির শিকার হলে দ্রুত অভিযোগ জানাতে পারবেন। এই পরিষেবা চালু করা হয়েছিল ২০২১ সালে। এর মাধ্যমে প্রতারকদের তহবিল বন্ধ করা যায়। এছাড়াও মন্ত্রী জানান, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেশ জুড়ে সাইবার প্রতারণার ৯ লক্ষ ৯৪ হাজারের বেশি অভিযোগের ক্ষেত্রে ৩ হাজার ৪৩১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।