আধার কার্ড এমন একটি নথি যা প্রত্যেকেরই প্রয়োজন। সারা দেশে UIDAI অনুমোদিত কেন্দ্রগুলিতে আধার কার্ড তৈরি করা যেতে পারে। তবে অনেকক্ষেত্রেই ভুয়ো আধার কার্ডের খবর শোনা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে, যদি আপনার আধার কার্ডের বৈধতা নিয়ে সন্দেহ থাকে, তবে আপনি ঘরে বসেই চেক করতে পারেন। চলুন জেনে নেই সম্পূর্ণ প্রক্রিয়া-
অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে ভুয়ো কার্ড রয়েছে অনেকের কাছে। কোনও অসৎ ব্যক্তির মাধ্যমে কার্ড জোগাড় করার ফলে তাদের প্রতারণার ফাঁদে পড়েছেন তাঁরা। তাছাড়া অনেকে তাঁদের ব্যবসায় কর্মী নিয়োগ, বাড়িতে পরিচারক রাখা, বাড়ি ভাড়া দেওয়া ইত্যাদি ক্ষেত্রে আধার কার্ডের কপি জমা নেন। তাঁরা আদৌ আসল আধার কার্ড দিচ্ছে কিনা কীভাবে জানবেন? সেই উপায়ই ভিডিয়োর মাধ্যমে জানাল UIDAI । টুইটে একটি ভিডিয়োর মাধ্যমে তাই ব্যাখ্যা করল UIDAI ।
আধার জাল নাকি আসল তা পরীক্ষা করবেন কীভাবে?
>> এর জন্য সরাসরি UIDAI- এর দেওয়া লিঙ্কে যান।
>> এখানে নির্দিষ্ট স্থানে ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে। ক্যাপচা পূরণ করার পর ভেরিফাই বাটনে ক্লিক করুন।
>> এটি করলেই জানতে পারবেন আপনার আধার নম্বরটি সঠিক কিনা।
mAadhaar App-এর মাধ্যমেও ভেরিফাই করতে পারেন।