আধার কার্ডধারীর পরিচয় নিশ্চিত করার পদ্ধতি হিসাবে ফেস অথেন্টিকেশনের ব্যবহার শুরু করল UIDAI। একবার আপনার মুখের অথেন্টিকেশন হয়ে গেলে সেটিই আপনার পরিচয় যাচাইয়ের মাধ্যম হয়ে দাঁড়াবে।
UIDAI সম্প্রতি আধার ফেস অথেন্টিকেশনের 'FaceRD' অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে আধার যাচাইকরণ ব্যবহারকারী এজেন্সিগুলি (AUA) অথেন্টিকেশন প্রক্রিয়ার জন্য কোনও ব্যক্তির মুখ ক্যাপচার করতে পারবে।
এই নতুন যাচাই প্রক্রিয়ার মাধ্যমে একজন আধার কার্ড ধারকের প্রকৃত পরিচয় যাচাই করা হবে। সেটা তারপর UIDAI-এর মূল ডেটাবেসে রেকর্ড করা হবে।আধার ফেস অথেন্টিকেশন RD পরিষেবা অ্যাপটি জীবনপ্রমাণ, পিডিএস, স্কলারশিপ স্কিম, COWIN, বিভিন্ন কৃষক কল্যাণ প্রকল্পের মতো অন্যান্য অ্যাপে আধার ফেস অথেন্টিকেশনের জন্য ব্যবহার করা যেতে পারে।
UIDAI-এর টুইট অনুযায়ী, 'UIDAI RDApp ডাউনলোড করে আধার ফেস প্রমাণীকরণ ফিচারটি ব্যবহার করা যাবে। এটি জীবনপ্রাণ, PDS, বৃত্তি প্রকল্প, COWIN, কৃষক কল্যাণ প্রকল্পের মতো বিভিন্ন আধার প্রমাণীকরণ অ্যাপের জন্য ব্যবহার করা যেতে পারে।'
কীভাবে আধার ফেসআরডি অ্যাপে মুখের যাচাইকরণ সেট আপ করবেন?
- স্মার্টফোন থেকে Google Play Store অ্যাপে যান। Aadhaar FaceRD সার্চ করুন।
- 'ইনস্টল' এ ক্লিক করুন এবং অ্যাপটি খুলুন।
- যেভাবে লক স্ক্রিনের জন্য ফেস অথেন্টিকেশন সেট করেন, সেভাবেই পুরো বিষয়টা সম্পন্ন করুন।
মনে রাখবেন, ফেস অথেন্টিকেশন সব সময়ে আলোর সামনে দাঁড়িয়ে করবেন। জানলা বা কোনও আলোর সামনে। সেই সঙ্গে ছবি তোলার আগে ক্যামেরার লেন্স কাপড় দিয়ে সাফ করে নেবেন।