এয়ারটেল দু'টি নতুন প্রিপেড প্ল্যান আনল। ২৯৬ টাকা ও ৩১৯ টাকার রিচার্জ। মিলবে ৩০ দিনের ভ্যালিডিটি। অর্থাত্ ২৮ দিনের ট্রেন্ডটাকে এবার একটু ভাঙল এয়ারটেল। কিন্তু নিজে থেকে এই ট্রেন্ড ভাঙেনি সংস্থা।
আসলে কয়েক মাস আগেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) টেলিকম সংস্থাগুলিকে ৩০ দিনের ভ্যালিডিটিসহ একটি প্ল্যান আনতে বলে। এর উদ্দেশ্য ছিল, যাতে ব্যবহারকারীদের রিচার্জ করা আরও সহজ ও বিভ্রান্তিমুক্ত হয়। সেই মেনেই দু'টি নতুন প্ল্যান লঞ্চ করল এয়ারটেল।
Airtel-এর ওয়েবসাইটে ২৯৬ টাকা এবং ৩১৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান যোগ করা হয়েছে।
Airtel ২৯৬ টাকার প্রিপেড প্ল্যান
- আনলিমিটেড কল।
- প্রতিদিন ১০০টি SMS।
- মোট ২৫ জিবি ডেটা।
- ভ্যালিডিটি ৩০ দিন।
Airtel ৩১৯ টাকার প্রিপেড প্ল্যান
- আনলিমিটেড কল।
- প্রতিদিন ১০০টি SMS।
- মোট ২ জিবি ডেটা।
- ভ্যালিডিটি ৩০ দিন।
দুই প্ল্যানের সঙ্গে পাবেন কিছু এক্সট্রা সুবিধা।
১. Amazon প্রাইম ভিডিয়ো মোবাইল ভার্সানের ৩০ দিনের ফ্রি ট্রায়াল পাবেন। তাছাড়াও,
২. তিন মাসের জন্য Apollo 24x7 সার্কেল পাবেন।
৩. FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন।
৪. উইঙ্ক মিউজিকের ফ্রি অ্যাক্সেস থাকছে।