একমাত্র এয়ারটেলই অগ্রিম টাকা প্রদানের অপশন গ্রহণ করেছে। বাকি তিন সংস্থা - রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং আদানি ডেটা নেটওয়ার্ক - ২০টি সমান বার্ষিক কিস্তির অপশন নির্বাচন করেছে।
1/6সরকারি দফতর মানেই ১৮ মাসে বছর- এই ধারণা বোধ হয় অনেকটাই পাল্টাতে শুরু করেছে। অন্তত 5G স্পেকট্রাম বরাদ্দের ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই। প্রাথমিক টাকা প্রদানের কয়েক ঘণ্টার মধ্যেই 5G স্পেকট্রাম বরাদ্দের চিঠি ইস্যু করে দিল সরকার। আর সেই কারণেই সরকারের কাজের দ্রুততার প্রসংশা করেছেন এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল। ফাইল ছবি- রয়টার্স (Reuters)
2/6এয়ারটেল স্পেকট্রামের জন্য ৮,৩১২.৪ কোটি টাকা প্রদান করেছে। তার পর মাত্র কয়েক ঘণ্টাও যায়নি। তার মধ্যেই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলির জন্য বরাদ্দ পত্র প্রদান করা হয়।(ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
3/6সুনীল মিত্তল বলেন, টেলিকমিউনিকেশন মন্ত্রকের সঙ্গে আমি গত ৩০ বছরের বেশি কাজ করছি। এই প্রথম এমন হল বলে জানান তিনি। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ) (Reuters)
4/6ভারতী এয়ারটেলের চেয়ারম্যান আরও বলেন, কোনও হই-হট্টগোল নেই, কোন ফলোআপ নেই, কাউকে তোষামোদ করার ব্যাপার নেই। কতটা পরিবর্তন! এটা এমন একটা পরিবর্তন যা এই জাতিকে পাল্টে দিতে পারে। ছবি : এয়ারটেল (Reuters)
5/6বুধবার, এয়ারটেল টেলিকম বিভাগকে ৮,৩১২.৪ কোটি টাকার পেমেন্ট করেছে। চার বছরের জন্য অগ্রিম কিস্তি মিটিয়ে দিয়েছে এয়ারটেল। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
6/6Jio তার প্রথম কিস্তিতে ৭,৮৬৪ কোটি টাকা দিয়েছে। নতুন সংস্থা, আদানি ডেটা নেটওয়ার্কস ১৮.৯৪ কোটি টাকা জমা করেছে। ২০টি সমান কিস্তিতে পেমেন্ট করবে তারা। Vi প্রথম কিস্তি হিসাবে ১,৬৮০ কোটি টাকা দিয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) (Reuters)