তিনটি দুর্দান্ত প্রিপেড প্ল্যান আনল Airtel, মিলবে বিনামূল্যে ডেটা, OTT Platform
1 মিনিটে পড়ুন . Updated: 03 Sep 2021, 06:51 PM IST- Jio, Vi-কে টক্কর দিতে সেই তিনটি প্ল্যান আনল এয়ারটেল।
রিলায়েন্স জিও এবং ভোডাফোন-আইডিয়াকে টক্কর দিতে এবার নয়া তিনটি প্রিপেড-প্ল্যান চালু করল এয়ারটেল। ৪৯৯ টাকা, ৬৯৯ টাকা এবং ২,৭৯৮ টাকার প্ল্যান চালু করা হয়েছে। সেই প্ল্যানের সঙ্গে ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) ছাড়াও একাধিক ওটিটি প্ল্যাটফর্মের (অ্যামাজন প্রাইম ভিডিয়ো/Amazon Prime Video) সাবস্ক্রিপশন মিলবে। সেইসঙ্গে থাকবে ডেটা এবং ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা।
এয়ারটেলের ৪৯৯ টাকার প্রিপেড-প্ল্যান
১) শুধু মোবাইলে Disney+ Hotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
২) ২৮ দিন থাকবে।
৩) দৈনিক তিন জিবি (3GB) ডেটা।
৪) ফ্রি ভয়েস কলিং।
৫) দৈনিক ১০০ টি মেসেজ।
6) Airtel Thanks-এর সুবিধা মিলবে। তাতে বিনামূল্যে Amazon Prime Video-এর মোবাইল ভার্সন, Airtel Xstream Premium, Hello Tunes, Wynk Music মিলবে। FASTag-এর রিচার্জে মিলবে ১০০ টাকা ক্যাশব্যাক।
এয়ারটেলের ৬৯৯ টাকার প্রিপেড-প্ল্যান
১) দিনে দুই জিবি (2GB) ডেটা মিলবে।
২) ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে।
৩) দৈনিক ১০০ টি মেসেজ।
৪) ৫৬ দিন চলবে।
৫) Airtel Thanks-এর সুবিধা মিলবে। তাতে বিনামূল্যে Amazon Prime Video-এর মোবাইল ভার্সন, Airtel Xstream Premium, Hello Tunes, Wynk Music মিলবে। FASTag-এর রিচার্জে মিলবে ১০০ টাকা ক্যাশব্যাক।
এয়ারটেলের ২,৭৯৮ টাকার প্রিপেড-প্ল্যান
১) ৩৬৫ দিন চলবে।
২) দৈনিক দুই জিবি (2GB) ডেটা মিলবে।
৩) দৈনিক ১০০ টি মেসেজ।
৪) ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে।
৫) Airtel Thanks-এর সুবিধা মিলবে। তাতে বিনামূল্যে Amazon Prime Video-এর মোবাইল ভার্সন, Airtel Xstream Premium, Hello Tunes, Wynk Music মিলবে। FASTag-এর রিচার্জে মিলবে ১০০ টাকা ক্যাশব্যাক।