বাংলা নিউজ > টেকটক > Mobile Tariff Hike: নতুন বছরে Jio, Airtel ও Vi-র রিচার্জের খরচ বাড়তে পারে: রিপোর্ট

Mobile Tariff Hike: নতুন বছরে Jio, Airtel ও Vi-র রিচার্জের খরচ বাড়তে পারে: রিপোর্ট

চলতি অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে এয়ারটেল, জিও এবং ভি-এর এই ARPU মাঝারি হারে বেড়েছে। সেটি আগামিদিনে বাড়াতে চাইছে সংস্থাগুলি। এমনিতেই টেলিকম সেক্টর যথেষ্ট আর্থিক চাপের মধ্যে দিয়ে চলে। ফলে ব্যবসা বাড়াতে এছাড়া কোনও উপায় নেই তাদের।

অন্য গ্যালারিগুলি