চলতি অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে এয়ারটেল, জিও এবং ভি-এর এই ARPU মাঝারি হারে বেড়েছে। সেটি আগামিদিনে বাড়াতে চাইছে সংস্থাগুলি। এমনিতেই টেলিকম সেক্টর যথেষ্ট আর্থিক চাপের মধ্যে দিয়ে চলে। ফলে ব্যবসা বাড়াতে এছাড়া কোনও উপায় নেই তাদের।
1/5২০২৩-এ বাড়তে পারে মোবাইল রিচার্জের খরচ। জিও, এয়ারটেল এবং ভোদাফোন-আইডিয়া, তিন সংস্থাই তাদের প্ল্যানের দাম অল্প করে বাড়াতে পারে। ছবি : জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া (Jio, Airtel, Vi)
2/5 Jefferies-এর রিপোর্ট অনুযায়ী, আগামী তিন বছরে রেভেনিউ বৃদ্ধির প্রচেষ্টায় থাকবে জিও এবং এয়ারটেল। এর ফলে তাদের ট্যারিফ খরচ ১০% পর্যন্ত বাড়তে পারে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Jio, Airtel, Vi)
3/5কোনও টেলিকম সংস্থার আয় পরিমাপের ক্ষেত্রে ARPU-এর উল্লেখ করা হয়। সেটি কী? এর সম্পূর্ণ অর্থ হল, অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার। অর্থাত্, সংস্থার মোট আয়কে তাদের মোট গ্রাহক সংখ্যা দিয়ে ভাগ করলে যে সংখ্যা বের হয়, সেটি। ছবি : এয়ারটেল (Jio, Airtel, Vi)
4/5চলতি অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে এয়ারটেল, জিও এবং ভি-এর এই ARPU মাঝারি হারে বেড়েছে। সেটি আগামিদিনে বাড়াতে চাইছে সংস্থাগুলি। এমনিতেই টেলিকম সেক্টর যথেষ্ট আর্থিক চাপের মধ্যে দিয়ে চলে। ফলে ব্যবসা বাঁচাতে এছাড়া কোনও উপায় নেই তাদের। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Jio, Airtel, Vi)
5/5অক্টোবর ২০২২-এর পরিসংখ্যান অনুযায়ী, নতুন গ্রাহক যোগ করার নিরিখে এক নম্বরে ছিল রিলায়েন্স জিও। অপর দুই প্রতিযোগী সংস্থা, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া(Vi) অক্টোবরে বহু অ্যাকটিভ গ্রাহক হারিয়েছে। এয়ারটেল এই এক মাসে প্রায় ১০ লক্ষ গ্রাহক হারিয়েছে। অন্যদিকে ভি-এর গ্রাহক হ্রাসের সংখ্যা প্রায় ৫ লক্ষ। অন্যদিকে অক্টোবরে প্রায় ৪৯ লক্ষ নতুন গ্রাহক যোগ করেছে রিলায়েন্স জিও। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (Jio, Airtel, Vi)