প্রত্যেক অন্য ব্যবহারকারীর স্মার্টফোনে একটি রিচার্জ প্ল্যান প্রয়োজন। রিচার্জ ছাড়া, ফোনটি যেন অন্ধ হয়ে যায়, কল আসেও না, যায়ও না। এমন পরিস্থিতিতে, প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারী কম পয়সায় কিছু সেরা রিচার্জ প্ল্যান খোঁজেন। স্মার্টফোন ব্যবহারকারীদের এই প্রয়োজনীয়তা বুঝে, টেলিকম সংস্থাগুলি দুই মাসেরও বেশি মেয়াদের রিচার্জ প্ল্যান অফার করে৷ এবার সেই তালে তাল মিলিয়ে বসেছে এয়ারটেলও। তার প্রিপেইড প্ল্যান পোর্টফোলিও প্রসারিত করে ৩৯৫ টাকার সেরা প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। প্ল্যানটি এখন এয়ারটেলের ওয়েবসাইট এবং থ্যাংকস অ্যাপেও উপলব্ধ।
আরও পড়ুন: (Biggest Sinkhole On Earth: চিনে বাড়ছে 'পাতালের রাস্তা'! পৃথিবীর রহস্যময় এই দরজা কীভাবে খুলল)
এয়ারটেলের ৩৯৫ টাকার প্রিপেড প্ল্যান
১) এয়ারটেলের নতুন এই ৩৯৬ টাকার প্রিপেইড প্ল্যানে লোকাল এবং এসটিডি উভয় ক্ষেত্রেই আনলিমিটেড কল করা যায়।
২) ব্যবহারকারীরা ৬০০টি এসএমএস সুবিধার সঙ্গে প্ল্যানের পাশাপাশি ৬জিবি ডেটাও পান।
৩) এই প্ল্যানটি এয়ারটেলের আনলিমিটেড ৫জি নেটওয়ার্ক ব্যবহার করতে দেয়।
৪) এই প্ল্যানটির বৈধতা থাকে ৫৬ দিনের।
৫) অন্যান্য সুবিধার রয়েছে অ্যাপোলো ২৪/৭ সার্কেল, ফ্রি হ্যালো টিউন এবং উইঙ্ক মিউজিক।
রিলায়েন্স জিও-রও একটি অনুরূপ প্ল্যান রয়েছে। যার দাম ৩৯৫ টাকা এবং প্রায় একই সুবিধা প্রদান করে, এয়ারটেলের-এর প্ল্যানের মতো।
জিও-র ৩৯৫ টাকার প্রিপেড প্ল্যান
১) জিও প্রিপেড প্ল্যান ৬জিবি ডেটা এবং সীমাহীন কলিং সহ আসে। এবং এতে জিও ওয়েলকাম অফারও রয়েছে।
২) এছাড়াও এটি JioTV, JioCinema এবং JioCloud সুবিধা অফার করে।
৩) এটি ১০০ এসএমএস অফার করে।
৪) জিও-এর ৩৯৫ টাকার প্ল্যানটি ৮৪ দিনের বৈধতা দেয়, আর এয়ারটেলের প্ল্যানের বৈধতা ৫৬ দিনের।
আরও পড়ুন: (New Habitable Planet: মানুষের বাসযোগ্য নতুন গ্রহ আবিষ্কার নাসার! পৃথিবীতে জনসংখ্যা বাড়লেও চিন্তা শেষ)
উল্লেখ্য, এই দু'টি প্ল্যানই মোট ৬জিবি ডেটা অফার করে। যার অর্থ, ব্যবহারকারীরা পুরো মেয়াদের জন্য ৬জিবি ডেটা পাবেন। যাইহোক, ব্যবহারকারীরা উপলব্ধ অ্যাড- অন ডেটা প্ল্যানগুলি ব্যবহার করে এর উপরে আরও ডেটা পেতে পারেন।
এছাড়াও জিও ও এয়ারটেল দুজনেই ৮৪ দিনের বৈধতায় আরও দুইটি সেরা প্ল্যান অফার করে।
জিওর ৬৬৬ টাকার ৮৪ দিনের প্ল্যান
ডেটা- ১২৬জিবি, ১.৫জিবি/দিন, ১০০ এসএমএস/দিন, আনলিমিটেড ফ্রি কলিং, JioTV, JioCinema, JioCloud সাবস্ক্রিপশন।
এয়ারটেল-র ৪৫৫ টাকার ৮৪ দিনের প্ল্যান
ডেটা- ৬জিবি, আনলিমিটেড লোকাল, এসটিডি, রোমিং কল, অ্যাপোলো ২৪/৭ সার্কেল, ফ্রি হ্যালোটাইনস।