তিনটি টেলিকম সংস্থারই এমন প্ল্যান আছে, যাতে ডেটা-কলের সঙ্গে ডিজনি + হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিয়োর সাবস্ক্রিপশন ফ্রি দেয়। কিন্তু কোনটা সবচেয়ে সস্তা পড়বে? দেখে নিন নিজেই।
গত সপ্তাহে Airtel, Vodafone Idea এবং Reliance Jio, তিনটি টেলিকম সংস্থাই প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে। তিনটি টেলিকম সংস্থারই এমন প্ল্যান আছে, যাতে ডেটা-কলের সঙ্গে ডিজনি + হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিয়োর সাবস্ক্রিপশন ফ্রি দেয়। কিন্তু কোনটা সবচেয়ে সস্তা পড়বে? দেখে নিন নিজেই।