
Airtel vs Jio vs Vodafone Idea: এবার ২৮ দিনের প্ল্যানে লাভ সবচেয়ে বেশি? জেনে নিন
১ মিনিটে পড়ুন . Updated: 24 Nov 2021, 04:23 PM IST- বর্তমানে তিনটি টেলিকম জায়ান্টের মধ্যে ২৮ দিনের বিভিন্ন প্ল্যানের দাম কেমন?
চলতি সপ্তাহের শুরুতেই প্রিপেড প্ল্যানের দাম বৃদ্ধির ঘোষণা করেছে এয়ারটেল। বিভিন্ন প্ল্যানের দাম ২০-২৫ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে৷ অন্যদিকে একই পথে হেঁটেছে Vodafone-Idea (VI)-ও। Airtel-এর মতোই বেশিরভাগ প্ল্যানের দাম বৃদ্ধির ঘোষণা করেছে ভি। এখনও পর্যন্ত শুধুমাত্র Jio-ই প্রিপেড প্ল্যানের দাম বৃদ্ধির ঘোষণা করেনি।
বর্তমানে তিনটি টেলিকম জায়ান্টের মধ্যে ২৮ দিনের বিভিন্ন প্ল্যানের দাম কেমন?
Airtel
Airtel-এর ২৮ দিনের বেস আনলিমিটেড কলিং প্ল্যান এখন ১৭৯ টাকা থেকে শুরু হচ্ছে। প্রতিদিন ১GB ডেটা ও দিনে ১০০টি SMS পাবেন। বেশি দামের ২৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ GB ডেটা পাবেন। বাকি সব ১৭৯ টাকার প্যাকের মতোই। ৩৫৯ টাকাতেও ডেটা বাদে বাকি সব একই। এই প্ল্যানে প্রতিদিন ২GB ডেটা পাবেন৷
Jio
তুলনায়, Jio-র বেস প্ল্যান ১৪৯ টাকার। ভ্যালিডিটি ২৪ দিন। প্রতিদিন ১GB ডেটা ও দিনে ১০০টি SMS পাবেন। অন্যদিকে আরেকটু বেশি, ১.৫GB করে ডেটা চাইলে ১৯৯ টাকার রিচার্জ করতে পারেন। সেটার ভ্যালিডিটিও আরও চার দিন বেশি পাবেন (২৮ দিন)। ২ GB ডেটা প্রতি দিনের প্ল্যানের দাম ২৪৯ টাকা৷ এছাড়াও একটি ৩৪৯ টাকার প্যাক রয়েছে যাতে ২৮ দিনের জন্য প্রতিদিন ৩GB ডেটা পাবেন। সবকটিতেই আনলিমিটেড কল।
Vodafone Idea
Vodafone Idea-র, ১.৫ GB ডেটা প্রতি দিনের প্ল্যানের (২৮ দিনের) দাম ২৯৯ টাকা। 2GB ডেটা প্রতি দিন প্ল্যানের দাম এখন ৩৫৯ টাকা৷