প্রায় দুই মাস আগেই দীপাবলির সময়ে লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছিল রিলায়েন্স জিও। চলতি বছরের শেষ নাগাদ নয়াদিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতেও 5G পরিষেবা চালু হয়ে যাবে।
1/5রিলায়েন্স 5G পরিষেবার আনুষ্ঠানিক সূচনা। শনিবার রাজস্থানের রাজসামন্দের নাথদ্বারায় ট্রু জিও ৫জি লঞ্চ করলেন Jio-র সিইও আকাশ আম্বানি। নাথদ্বারা ছাড়াও চেন্নাইতেও True 5G ওয়েলকাম অফার শুরুর ঘোষণা করেছেন আকাশ। মোট ৬টি শহরে Jio True 5G ওয়েলকাম অফার চালু হচ্ছে। প্রায় দুই মাস আগেই দীপাবলির সময়ে লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছিল রিলায়েন্স জিও। চলতি বছরের শেষ নাগাদ নয়াদিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতেও 5G পরিষেবা চালু হয়ে যাবে। ফাইল ছবি: এএনআই (ANI)
2/5নাথদ্বারায় 5G 'পাওয়ার ওয়াইফাই' পরিষেবা চালু করেন আকাশ আম্বানি। তিনি বলেন, 5G পরিষেবা ধীরে ধীরে সকলের জন্যই উপলব্ধ হয়ে যাবে। এর ফলে ইন্টারনেট ব্যবহারের একেবারে আলাদা একটি অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। ফাইল ছবি: এএনআই (ANI)
3/5আকাশ আম্বানি বলেন, ভারতের প্রতিটি কোণায় 5G পরিষেবা চালু করাই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি আশ্বস্ত করে বলেন, দেশের সব প্রান্তে ৫জি পৌঁছে দিতে দ্রুত কাজ করছে জিও। চলতি বছরের শেষ নাগাদ দেশের বড় শহরগুলিতে 5G পরিষেবা পাওয়া যাবে। ফাইল ছবি: এএনআই (ANI)
4/5২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে রিলায়েন্স জিও দেশের সমস্ত বড়, মাঝারি এবং ছোট শহরগুলিতে 5G পরিষেবা চালু করতে চাইছে।আর এর জন্য সংস্থার পুঁজি কত জানেন? এই 5G পরিষেবার পরিকাঠামোর জন্য সংস্থা প্রায় ২ লক্ষ কোটি টাকা খরচ করবে। ফাইল ছবি: এএনআই (ANI)
5/5বছর ছয়েক আগে দেশে Jio 4G পরিষেবা চালু করেছিল রিলায়েন্স। বাকিটা ইতিহাস। এক লাফে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হয়ে গিয়েছে জিও। ডেটার দরও আগের তুলনায় বহুগুণ কমে গিয়েছে। আগামিদিনে ৫জি-র মাধ্যমে আরও গ্রাহকের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে চাইছে রিলায়েন্স জিও। ফাইল ছবি: এএনআই (ANI)