বাংলা নিউজ > টেকটক > এই ৮ অ্যাপ আছে আপনার ফোনে? এক্ষুণি Delete করে ফেলুন, ভরতি আছে ম্যালওয়ার

এই ৮ অ্যাপ আছে আপনার ফোনে? এক্ষুণি Delete করে ফেলুন, ভরতি আছে ম্যালওয়ার

ট্রেন্ড মাইক্রোর তরফে জানানো হয়েছে, ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত আটটি অ্যাপ আছে। যা ম্যালওয়ার এবং অ্যাডওয়ারে ভরতি। (ছবিটি প্রতীকী, সৌজন্য গেটি ইমেজস)

একনজরে দেখে নিন সেই আটটি অ্যাপ।

ক্রিপ্টোকারেন্সিতে আগ্রহ আছে?  তাহলে নিশ্চয়ই কখনও না কখনও এই অ্যাপগুলি ডাউনলোডের কথা ভেবেছেন। হয়ত আপনার ফোনে সেই অ্যাপগুলিও আছে। যা ম্যালওয়ারে ভরতি।

আমেরিকান-জাপানিজ মাল্টি-ন্যাশনাল সাইবার সুরক্ষা সফটওয়ার কোম্পানি ট্রেন্ড মাইক্রোর তরফে জানানো হয়েছে, ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত আটটি অ্যাপ আছে। যা ম্যালওয়ার এবং অ্যাডওয়ারে ভরতি। সেই রিপোর্টের গুগল প্লে-স্টোর থেকেও সেই অ্যাপগুলি সরিয়ে দেওয়া হয়েছে। তবে যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ইতিমধ্যে সেই অ্যাপগুলি ডাউনলোড করেছেন, তাঁদের নিজে থেকেই ডিলিট করতে হবে।  

একনজরে দেখে নিন সেই আটটি অ্যাপ -

  • BitFunds – Crypto Cloud Mining।
  • Bitcoin Miner – Cloud Mining।
  • Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet।
  • Crypto Holic – Bitcoin Cloud Mining।
  • Daily Bitcoin Rewards – Cloud Based Mining System।
  • Bitcoin 2021।
  • MineBit Pro - Crypto Cloud Mining & btc miner।
  • Ethereum (ETH) - Pool Mining Cloud।

ট্রেন্ড মাইক্রোর তরফে জানানো হয়েছে, সেই আটটি অ্যাপের মধ্যে দুটি অ্যাপের জন্য তো টাকাও দিতে হয়। বিটকয়েন ক্লাউড মাইনিং অ্যাপ Crypto Holic-এর দাম ছিল ১২.৯৯ ডলার। অন্যদিকে ক্লাউড বেসড মাইনিং সিস্টেম অ্যাপ Daily Bitcoin Rewards-র দাম ৫.৯৯ ডলার পড়ছিল। সেই ম্যালওয়ারে ভরতি অ্যাপ থেকে দূরে থাকতে যে কোনও অ্যাপ ডাউনলোডের আগে গুগল প্লে স্টোরের কমেন্ট সেকশন ভালোভাবে দেখে নিন। প্রাথমিকভাবে কয়েকটি অ্যাপে হয়ত পাঁচটি স্টারই দেওয়া থাকবে। কিন্তু যত সময় যাবে, তত অ্যাপের রেটিং স্পষ্ট হবে।

বন্ধ করুন