ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে Amazon Great Freedom Festival। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে একেবারে সস্তায় শাওমির কী কী স্মার্টফোন পাওয়া যাচ্ছে (Amazon Great Freedom Festival: Offers on Xiaomi smartphones), তা দেখে নিন -
Redmi 9 Activ
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ৮,৯৯৯ টাকায় পাবেন। যে ফোনের আসল দাম ১০,৯৯৯ টাকা। এক্সচেঞ্জ অফার আছে। এক্সচেঞ্জ করলে ৮,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সেইসঙ্গে SBI Credit Card-এ ২৫০ টাকা ছাড় পাওয়া যাবে। ইএমআই ছাড়া SBI Credit Card-এর মাধ্যমে টাকা দিলে ১০ শতাংশ ছাড় (সর্বোচ্চ ৭৫০ টাকা) মিলবে।
Redmi 9 Activ – অ্যামাজনের সাইটের লিঙ্ক
Xiaomi Redmi 10 Prime 2022
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Redmi 10 Prime 2022। যে ফোনের আসল দাম ১৪,৯৯৯ টাকা। অর্থাৎ ২৭ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। তাছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের অফার আছে।SBI Credit Card-এ ২৫০ টাকা ছাড় মিলবে। ইএমআই ছাড়া SBI Credit Card-এর মাধ্যমে টাকা দিলে ১০ শতাংশ ছাড় (সর্বোচ্চ ৭৫০ টাকা) পাওয়া যাবে। ১০,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার আছে।
Xiaomi Redmi 10 Prime 2022 – অ্যামাজনের সাইটের লিঙ্ক
Redmi Note 11 Pro + 5G
আসল দাম ২৪,৯৯৯ টাকা। সেখানে Redmi Note 11 Pro + 5G অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্সচেঞ্জ অফার আছে। এক্সচেঞ্জ করলে ১৮,০৪৯ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সেইসঙ্গে SBI Credit Card-এ ২৫০ টাকা ছাড় পাওয়া যাবে। ইএমআই ছাড়া SBI Credit Card-এর মাধ্যমে টাকা দিলে ১০ শতাংশ ছাড় (সর্বোচ্চ ৭৫০ টাকা) মিলবে।
Redmi Note 11 Pro + 5G – অ্যামাজনের সাইটের লিঙ্ক
Redmi Note 11T 5G
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Redmi Note 11T 5G। যে ফোনের আসল দাম ২০,৯৯৯ টাকা। এক্সচেঞ্জ অফার আছে। এক্সচেঞ্জ করলে ১৪,২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তাছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের অফার আছে। SBI Credit Card-এ ২৫০ টাকা ছাড় মিলবে। ইএমআই ছাড়া SBI Credit Card-এর মাধ্যমে টাকা দিলে ১০ শতাংশ ছাড় (সর্বোচ্চ ৭৫০ টাকা) ছাড় পাওয়া যাবে।
Redmi Note 11T 5G – অ্যামাজনের সাইটের লিঙ্ক
কতদিন সেল চলবে?
ভারতের স্বাধীনতা প্রাক্কালে হওয়া সেই সেলের দ্বিতীয় দিন আজ। যা চলবে আগামী বুধবার (১০ অগস্ট) পর্যন্ত।