আবারও Artemis I চন্দ্র অভিযান স্থগিত করে দিল নাসা। মার্কিন মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, জ্বালানি লিক সংক্রান্ত সমস্যা ঠিক করার চেষ্টা করেছিলেন বিশেষজ্ঞরা। তবে তা ঠিক করা যায়নি। সেজন্য দ্বিতীয়বার অভিযান স্থগিত করে দেওয়া হয়েছে। তবে ফের কবে চন্দ্রাভিয়ানের চেষ্টা করা হবে, তা আপাতত নাসার তরফে জানানো হয়নি।
গত ২৯ অগস্ট চাঁদের উদ্দেশ্যে রকেট পাঠানোর চেষ্টা করেছিল নাসা। কিন্তু উৎক্ষেপণের কিছুটা আগে জ্বালানির ট্যাঙ্কে সমস্যা-সহ একাধিক ত্রুটি ধরা পড়ায় অভিযান পিছিয়ে দিতে হয়েছিল। কিন্তু সেই সমস্যা ঠিক করা যায়নি। সেই পরিস্থিতিতে ইঞ্জিনের হাইড্রোজেন লিক হওয়ার কারণে নাসার ইঞ্জিনিয়াররা রকেটের পুরো মাত্রা তরল হাইড্রোজেন ভরতে পারেননি। যা আর্টেমিস ১ অভিযানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। একটি বিবৃতিতে নাসার তরফে বলা হয়েছিল, ‘আজ আর্টেমিস ১ অভিযান স্থগিত করে দিয়েছে লঞ্চ অধিকর্তা। লিকের জায়গা যে সমস্যা ছিল, তা সমাধানের জন্য বিভিন্নরকমের চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি।’