Jesus Christ Twitter Verified: যিশু খ্রিষ্ট বলে কথা। তাঁর টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড হবে না? তাঁকে তো একজন বিখ্যাত 'পাবলিক ফিগার' বলে ধরে নেওয়াই যায়! হ্যাঁ, এমনটাই হয়েছে বাস্তবে। ইলন মাস্কের টুইটার 2.0-তে এখন 'যিশু খ্রিষ্টে'রও অ্যাকাউন্টে নামের পাশে নীল টিক। ঘোর কলি বোধ হয় একেই বলে।
সম্প্রতি টুইটারে ব্লু টিক থাকা অ্যাকাউন্টের জন্য মাসে ৮ ডলার করে পরিষেবা মাশুল চাপিয়েছেন ইলন মাস্ক। এখন ভেরিফায়েড অ্যাকাউন্টের ব্যবহার চালিয়ে যেতে হলে বাড়তি গাঁটের কড়ি খরচ করতে হবে পাবলিক ফিগার, সাংবাদিক, সংস্থাদের। ইলন মাস্কের এই নয়া নিয়ম থেকেই তুঙ্গে বিতর্ক। আর সেই সঙ্গেই হঠাত্ই বেড়েছে এমন ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা। আরও পড়ুন: Tesla ছেড়ে Twitter-এই মন পড়ে Elon Musk-এর! হু-হু করে পড়ল শেয়ার দর
টাকা দিলেই অ্যাকাউন্ট ভেরিফায়েড থাকবে। সেই সুযোগে ইলন মাস্ক থেকে শুরু করে নানা বিখ্যাত তারকার জাল অথচ ব্লু-টিক দেওয়া অ্যাকাউন্টে ছেয়ে গিয়েছে টুইটার। অবস্থা এমনই যে ধরে ধরে এমন অ্যাকাউন্ট চিরতরে ব্যান করছে টুইটার কর্তৃপক্ষ।
এতদূর পর্যন্ত তা-ও না হয় ঠিক ছিল। কিন্তু তাই বলে খোদ যিশু খ্রিষ্টের অ্যাকাউন্ট? সেটাও নাকি ভেরিফায়েড! সেটি নিয়ে রীতিমতো চারদিকে খবর হতে শুরু করেছে। এমনই এক বৈদ্যুতিন মাধ্যমের প্রতিবেদন শেয়ার করেছে সেই অ্যাকাউন্টই। তাতে 'যিশু' লিখেছেন, 'আমি ভুয়ো ভাবার কারণ কী?'
নেহাত্ ছেলেখেলার বিষয় নয়। এই ভুয়ো অ্যাকাউন্টেই প্রায় ৮ লক্ষের কাছাকাছি ফলোয়ার্স। তবে এই অ্যাকাউন্ট কি টুইটার ব্যান করতে পারে?
সম্প্রতি এমন ভুয়ো অ্যাকাউন্টের বাড়বাড়ন্ত দেখে টুইট করেন ইলন মাস্ক। তিনি জানান, আগামিদিনে কোনও টুইটার হ্যান্ডেল যদি অন্য কারও ভেক ধারণ করে, সেক্ষেত্রে স্পষ্ট করে উল্লেখ করতে হবে যে সেটি একটি 'প্যারোডি' অ্যাকাউন্ট। নয় তো সেই টুইটার হ্যান্ডেল পাকাপাকিভাবে নিষিদ্ধ করে দেওয়া হবে। আরও পড়ুন: Microsoft, Intel, Meta-র মতো বড় সংস্থায় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৪৫ হাজার কর্মী
মাস্কের সেই টুইট শেয়ার করেছেন ভেরিফায়েড যিশু খ্রিষ্টও। তিনি লিখেছেন, স্পয়লার অ্যালার্ট! এটি একটি প্যারোডি।
ইলন মাস্ক বারবার স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি টুইটার অ্যাকাউন্টের যাচাইকরণ এবং বটের ব্যবস্থাপনায় সংশোধন করতে চান। এক টুইটের মাধ্যমে তিনি লেখেন, ‘কার কাছে ব্লু চেকমার্ক রয়েছি কি নেই, টুইটারের বর্তমান এই মালিক এবং ভৃত্যের ব্যবস্থা বুল**। মানুষের ক্ষমতায়ন হোক! এবার থেকে ব্লু টিকের জন্য মাসে ৮ ডলার করে দিতে হবে।’ প্রথমে যদিও মাসে ২০ ডলার ধার্য করেছিলেন ইলন। তিনি চাইছেন টুইটারের মোট আয়ের অন্তত ৫০% যাতে এভাবেই আসে। এমনিতেই বিপুল লোকসানে ডুবে টুইটার। লাভের মুখ দেখতে ইতিমধ্যেই বিপুল কর্মী ছাঁটাই করা হয়েছে। এবার সাবস্ক্রিপশনই পাখির চোখ করেছেন ইলন।